আমাদের শ্রোতাবন্ধুরা সবাই কেমন আছেন? অনেকদিন হয়ে গেল আমাদের মধ্যে আর কথা হয়না। মূলত আমার কর্মব্যস্ততাই এর জন্য দায়ী। নতুন গল্পগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানতে পারছিনা। এইতো গতকাল দিলাম জুহু বিচের সেই মেয়েটি গল্পটা। প্রফুল্ল রায় লিখেছেন। সমাজের একটি কালো অধ্যায় ফুটে উঠেছে। আশাকরি যারা শুনেছেন তারা ভালো বুঝবেন আর যারা এখনো শোনেননি তারা শুনে দেখবেন । এই অস্থিতিশীল পরিস্থিতিতেও অনেক অপকর্ম ঘটে চলেছে নিত্যদিন। আসুন সবাই যার যার জায়গা থেকে সচেতন হই। সুযোগসন্ধানীদের এড়িয়ে চলতে শিখি এবং কাউকে ভালো মন্দ বলা বা ভাবার আগে প্র্যাগম্যাটিক ওয়েতে তাকে বিবেচনা করি। সবাই ভালো থাকবেন এবং আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন