COVID-19 news ( courtecy;- you tube)


Latest YouTube posts



15 Minutes Audiobook
3 days ago
আমাদের শ্রোতাবন্ধুরা সবাই কেমন আছেন? অনেকদিন হয়ে গেল আমাদের মধ্যে আর কথা হয়না। মূলত আমার কর্মব্যস্ততাই এর জন্য দায়ী। নতুন গল্পগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানতে পারছিনা। এইতো গতকাল দিলাম জুহু বিচের সেই মেয়েটি গল্পটা। প্রফুল্ল রায় লিখেছেন। সমাজের একটি কালো অধ্যায় ফুটে উঠেছে। আশাকরি যারা শুনেছেন তারা ভালো বুঝবেন আর যারা এখনো শোনেননি তারা শুনে দেখবেন । এই অস্থিতিশীল পরিস্থিতিতেও অনেক অপকর্ম ঘটে চলেছে নিত্যদিন। আসুন সবাই যার যার জায়গা থেকে সচেতন হই। সুযোগসন্ধানীদের এড়িয়ে চলতে শিখি এবং কাউকে ভালো মন্দ বলা বা ভাবার আগে প্র‍্যাগম্যাটিক ওয়েতে তাকে বিবেচনা করি। সবাই ভালো থাকবেন এবং আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন।

36



Blue Bell Entertainment
2 days ago
আমাদের এই চ্যানেলের সমস্ত ভিউয়ার'স ও সাবস্ক্রাইবার'দের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, কারণ আপনাদের সাপোর্ট ও ভালোবাসা না থাকলে এতো দূর আসা কখনো সম্ভব হতো না, তাই আরো সাপোর্ট ও ভালোবাসা দিয়ে এই চ্যানেলটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশা রাখি আপনাদের কাছে । আর হ্যাঁ, এখন আমরা ১০ হাজার সাবস্ক্রাইবারের পরিবার । ধন্যবাদ সবাইকে । স্পেশালি ধন্যবাদ দিতেই হয়, যাদের জন্য এত দূর আসা  @MarFusion, @Mubaswir Hasan এবং @Mitul Creations কে, ভালোবাসা অবিরাম ❤❤❤।

67
2



গল্পকথন by কল্লোল
4 days ago
তো বন্ধুরা, কেমন আছেন? কী মনে হচ্ছে কদিন ধরে? আমি ফাঁকি মারছি? আমার নিজেরই একটু একটু মনে হচ্ছে ওরকম। বেশ চাপ যাচ্ছে কিনা কাজের, তাই একটু গুছিয়ে নিচ্ছি আর কী! সামনে অনুবাদ বই এর সংখ্যা বাড়বে আশা করছি। আর কিছুদিন পরেই আমাদের দুই বছর পূর্তি। সেই উপলক্ষ্যে একটা বুক রিভিউ চ্যানেল চালু করতে যাচ্ছি, একই সাথে আপনাদের সাথে এনগেজমেন্ট বৃদ্ধির জন্যে আরো কিছু কাজকর্ম শুরু করার কথা ভাবছি। আপনারা যারা বই রিভিউ করতে চান, আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমার খুব ভালো লাগবে একসাথে কাজ করতে। রিভিউ সিলেক্ট হলে, একটা রিভিউ এর জন্য এমন একটা বই উপহার পাবেন যে বই আপনার সংগ্রহে নেই। এরকম আরো অনেক কিছুই করার পরিকল্পনা আছে, সাথে থাকলে অনেক কিছুই করবো আমরা। একটা গ্রুপ খুলেছি ফেসবুকে, গল্পকথন by কল্লোল নামেই, লিঙ্কটা নিচে দিলাম, গ্রুপে জয়েন করবেন, ওখানে প্রচুর আড্ডা হবে। https://www.facebook.com/groups/291525242055734/

267




COVID-19 news

মন্তব্যসমূহ