আপনাদের জন্য আগামীকাল থেকে থাকছে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর হিমু সিরিজ থেকে হিমুর নীল জোছনা। উপন্যাসটি তিনটি পর্বে ভাগ করা হয়েছে। উপন্যাসটির জন্য আপনাদের পক্ষ থেকে অকেদিন ধরেই অনুরোধ পাচ্ছি। পড়ে ফেললাম এবং কোন বিরতি না দিয়ে একটি শর্তে আগামীকাল থেকেই উপন্যাসটি দিচ্ছি আর তা হলো আপনারা দয়া করে শপিং এ যাবেন না। একটা ঈদ এ শপিং না করলে কিছু আসে-যায় না। আশা করি সবাই ঘরে থাকবেন এবং করোন ভাইরাস থেকে নিজেকে বাঁচাবেন সাথে অন্যকেও বাঁচাবেন। কারন আপনি বাঁচলে অন্যরাও বাঁচবেন। সবার জন্য শুভ কামনা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন