( courtecy;- afrin opu

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান . . . . . . .
আপনি বলেছিলেন "ধর্ষিত মেয়েদের বাবার নামের জায়গায় আমার নাম লিখে দাও,আর ঠিকানা লিখে দাও ধানমন্ডি ৩২ নাম্বার"
আপনার কথামত লিখে দিচ্ছি. . . .
নাম - সোহাগী জাহান তনু!
পিতা - শেখ মুজিবুর রহমান!
ঠিকানা - ধানমন্ডি ৩২!
আপনার মেয়েকে ধর্ষন করার বিচার কি পাবোনা ??
আপনার মেয়ের পরিকল্পিত হত্যার বিচার কী হবে না??
পিতার হত্যার বিচার যদি তার মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে পারে
তাহলে তার বোনের ধর্ষন ও হত্যার বিচার হতে এত সময় লাগছে কেন ?
আমরা যেভাবে রাজাকারদের বিচার আদায় করে ঘরে ফিরেছি তেমনি তনুর হত্যার বিচার করে তবেই ঘরে ফিরব অপরাধী সে যতই ক্ষমতাশীল হোক না কেন ......
এবং অবশ্যই টা দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে
Comments
Write a comment...

"তুমি যেমন চাও, যেভাবে চাও, সেভাবে কখনোই তোমাকে কেউ ভালোবাসবে না ... তোমার খুব প্রিয় ফুল দিয়ে সাজানো বাগান বানিয়ে কেউ তোমার জন্য অপেক্ষা করবে না ... পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে রাজকুমার সেজে কেউ তোমার জন্য ছুটে আসবে না ... ডানাকাটা পরী হয়ে কেউ তোমাকে নিয়ে উড়বেও না !!
সবকিছু তোমার কল্পনার মত হবে না ... তোমাকে এটা মেনে নিতে হবে ... প্রতি সন্ধ্যায় মুঠোভরা জোনাকি হাতে নিয়ে নদীর তীরে যে মানুষটা তোমার কল্পনায় তোমার জন্য অপেক্ষা করে, সে মানুষটা বাস্তবে কোথাও নেই !!
আকাশে মেঘের ভাঁজ থেকে খুঁজে খুঁজে তারাগুলো এনে তোমার হাতে এনে দেয়া মানুষটাকে তুমি কখনোই পাবে না ... ওটা কল্পনা ... ওটা গল্প ... গল্পের মত কেউ তোমাকে ভালোবাসবে না ... কল্পনার মত কেউ তোমাকে চাইবে না !!
তার চেয়ে বরং নিজেকে ভালোবাসো ... যতটা ভালোবাসো, তার চেয়ে একটু বেশিই ভালোবাসো ... নিজের মত করে নিজের সুখগুলোকে নিজেই সাজাও ... অন্যের ভালোবাসার জন্য অপেক্ষা করলে ফলাফলটা অনেক তিক্ত হবে !!
নিজেকে এতটা বেশি ভালোবাসো, যেন তোমার অন্যের ভালোবাসার জন্য অপেক্ষা করতে না হয় ... একশো তারা দিয়ে নিজের আকাশটা নিজেই এমনভাবে সাজিয়ে ফেলো যেন অন্য কেউ এক মুঠো তারা নিয়ে না এলেও তোমার আকাশটা পূর্ণ থাকে !!
তোমার বুকের ভেতরের আঁধার ঘরটায় সহস্র মোমবাতি জ্বেলে ফেলো ... অন্য কেউ মোমবাতি নিয়ে এলে ঘরটা আরো বেশি আলোকিত হবে শুধু ... আর কেউ না এলেও সমস্যা নেই ... তোমার জন্য তুমি আছো ... তোমার আকাশ, তোমার তারা, তোমার জোনাকি - সব আছে ... ওটুকুই যথেষ্ট ... ওটুকুই !!" 
Comments
Write a comment...

আফরিন আপু updated her profile picture.
6 March 2016
Update your Profile picture with this frame from Bangladesh Cricket : The Tigers.
Comments
Write a comment...

আফরিন আপু updated her profile picture.
Comments
Write a comment...

৪ friends posted on আফরিন's timeline for her birthday.

যে সমস্যা পেলাম,এই keyboard এর letters
গুলো সঠিকভাবে সাজানো নেই।
A এর পরে S এরপরে আবার D....এটা কোনো কিছু
হইল?? ছোটবেলায় কি A,B,C, D ও শিখেন নাই
ঠিকমত???
যাই হোক, Windows এ Start Button আছে কিন্তু Stop
Button নাই কেন??? Ms Word আছে কিন্তু Mr. Word
কবে বেরুবে??? Ms. দের দেখলে মাথা ঠিক
থাকেনা??? এসব ভন্ডামি ছাড়েন, বুঝলেন???
এর উপরে আবার আরেক গ্যাঞ্জাম, প্রায়ই
একটা ম্যাসেজ আসে "press any key to continue ",
এই "
any key" টা Keyboard এর কোথায় থাকে?? দুইদিন
ধইরা খুইজ্জাও এই key পাইতাসি না। এসবের
মানে কি???
আর আপনি নিজে হলেন Gates (দরজা), Gates
হয়ে Windows (জানালা), বানালেন কেন???
আপনার সমস্যা টা কি?????
ইতি,
বল্টু.....

মন্তব্যসমূহ