¤¤ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ¤¤
পূজা পর্যায়
" তোমায় নতুন করেই পাব বলে হারাই ক্ষণে ক্ষণ
ও মোর ভালোবাসার ধন।
দেখা দেবে বলে তুমি হও যে অদর্শন,
ও মোর ভালোবাসার ধন॥
ওগো তুমি আমার নও আড়ালের, তুমি আমার চিরকালের--
ক্ষণকালের লীলার স্রোতে হও যে নিমগন,
ও মোর ভালোবাসার ধন॥"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন