আজকে আমার নন কমার্শিয়াল ব্যক্তিগত ব্লগ (my free thinking(blog of abdur rouf ) and entertainment , and medical trips এর accumulated reader এর ) পাঠক 5 LAC অতিক্রম করতে পেরেছে ।২০০৯ এ খোলার পর প্রায় ৭/৮ মাস বন্ধ ছিল ২০১১ সালের মে মাস থেকেই Entertainment and medical tips যুক্ত করার পর পাঠক সংখ্যা বাড়তে থাকে ।মধ্যপ্রাচ্যের সব দেশে আমর ব্লগ বন্ধ পাকিস্তান , মালয়েশিয়া সহ আরো কিছু মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ।এই মাস থেকে Google plus shearing option ও বন্ধ করার অনেক পাঠক কমে গেছে ।এপ্রিল বা আগামী মার্চের দিকে নাকি এই সময়ের এই ধরনের সব ব্লগ ও বন্ধ হয়ে যাবে ।
তাই আমার ও বিদায় নিতে হবে ।অবশ্য ওয়ার্ডপ্রেস অপেন করা যাবে ।তবে তার ওয়েবসাইট ক্রয় করতে হবে কয়েক লাখ টাকা দিয়ে যা আমার পক্ষে সম্ভব হবে না ।তাই সবাইকে ধন্যবাদ । google এর মতে সমগ্ৰ বিশ্বের কোন কম উন্নত দেশের একজন ৭০ বছরের বয়সী অবসরপ্রাপ্ত মানুষের ব্যক্তিগত নন কমার্শিয়াল যে কোনো ব্লগের পাঠকের বিচারে এই ব্লগের পাঠক সংখ্যা সব চেয়ে বেশী বলে প্রমাণিত সত্য ।ধন্যবাদ google কে এবং আমার ব্লগের পাঠকদের ।আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
তাই আমার ও বিদায় নিতে হবে ।অবশ্য ওয়ার্ডপ্রেস অপেন করা যাবে ।তবে তার ওয়েবসাইট ক্রয় করতে হবে কয়েক লাখ টাকা দিয়ে যা আমার পক্ষে সম্ভব হবে না ।তাই সবাইকে ধন্যবাদ । google এর মতে সমগ্ৰ বিশ্বের কোন কম উন্নত দেশের একজন ৭০ বছরের বয়সী অবসরপ্রাপ্ত মানুষের ব্যক্তিগত নন কমার্শিয়াল যে কোনো ব্লগের পাঠকের বিচারে এই ব্লগের পাঠক সংখ্যা সব চেয়ে বেশী বলে প্রমাণিত সত্য ।ধন্যবাদ google কে এবং আমার ব্লগের পাঠকদের ।আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ।আবার সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা।
Feb 19, 2019 7:00 PM – Feb 26, 2019 6:00 PM
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন