'আউম' ('Aum') হল এই মহাজাগতিক সৃষ্টির মৌলিক ধ্বনি। 'আউম' ধ্বনিটি তার প্রকৃতিগতভাবে বিশ্বজনীন বা universal, এর মধ্যে কোথাও কোনও ধর্মীয় পরিচিতি লুকিয়ে নেই। সংস্কৃতি, ভাষা ও সংশ্লিষ্ট এলাকার উচ্চারণগত তারতম্যের জন্য বিভিন্ন সময়ে এই মৌলিক ধ্বনিটি নানাভাবে বিকৃত হয়ে গেছে। 'আমেন' বা 'আমিন' এই বিকৃতির উৎকৃষ্ট নমুমা - উভয় ধ্বনিরই মুলগত উৎস হল 'আউম'। এমনকি ভারতেও উচ্চারিত 'ওম' বা 'ওং' হল 'আউম'-এর স্থানগত বিচ্যুতির প্রকাশ। 'আউম' ধ্বনিটির উৎপত্তি ও বির্বতন নিয়ে অনন্য বিশ্লেষণ সদগুরুর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন