মঙ্গল চণ্ডী নিশিকান্ত হাইস্কুলের ১৩০ বছর পূর্তি উপলক্ষে ঐ স্কুলের প্রাক্তন ছাত্রকে প্রধান অতীতি করে বিরাট এক অনুষ্টানের কিছু ছবি ।
.
ব্যাজ পরে আমি পিছনের লাইনে বসে ছিলাম;-
১৯৫১ সালে এই মঙ্গল চন্ডী নিশিকান্ত হাই স্কুল থেকে অধ্যাপক ও এমিরিটাস প্রফেসর মোঃ: আব্দুল আজিজ মেট্রিক পাশ করেন । আর একই পরিবারের পরের জেনারেশন এর আমি ১৯৬৪সালে এস এস, সি পাশ করি । আজ এই স্কুলের ১৩০বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে । সে অনুষ্ঠানে একমাত্র প্রবীণ জীবিত প্রাক্তন ছাত্র হিসেবে আয়োজকরা অধ্যাপক আব্দুল আজিজ কে প্রধান অতিথি মনোনিত করেন । প্রধান অতিথির ভাষণ শেষে অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী জনাব আব্দুল মান্নান তার হাতে ফুলের তোড়া উপহার হিসেবে তুলে দিচ্ছেন
** সিলেট শহরের বাহিরে যে সব স্কুল স্থাপিত হয়েছিল সিলেট শহরের পরে সে সময়ে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রতচারী আন্দোলনের প্রবর্তক বাবু গুরু সদয় দত্তের পিতা বাবু রাধা কৃষ্ণ দত্ত চৌধুরী ১৮৫৭ সালে জকিগঞ্জের বীরশ্রী গ্রামে একটি স্কুল স্থাপন করেন । ১৮৮২ সালে স্কুলটি মধ্য ইংরেজী স্কুলে রূপান্তিত হয় । ১৮৭৮ সালে মৌলভী বাজারের রাজনগরে পোর্টিয়াস এম ,ই , স্কুল স্থাপিত হয় । ১৮৮৩ সালে হবিগঞ্জে একটি হাই স্কুল স্থাপিত হয় । একই সময়ে দেওয়ান হাসান রাজা সুনামগঞ্জে হাসান এম,ই ,স্থাপন করেন । ১৮৮৫ সালে তাজপুরে স্থানীয় জমিদার রাধিকা মোহন দাশগুপ্ত ও অন্যান্য গণ্যমাম্য লোকের সহায়তায় স্থাপিত হয় মঙ্গলচণ্ডী মধ্য ইংরেজী স্কুল । ১৮৮৬ সালে শ্রীশরৎ চন্দ্র চৌধুরীর চেষ্টায় বেগমপুরে স্থাপিত হয় শরৎ সুন্দরী স্কুল । ১৮৮৭ সালে সুনামগঞ্জে জুবিলী হাই স্কুল স্থাপিত হয় । ১৮৯৬ সালে শ্যামাচরণ দেবের চেষ্টায় বানিয়াচঙ্গে একটি হাই স্কুল স্থাপিত হয় । এ স্কুলটি ছিল সিলেটের পল্লী অঞ্চলে স্থাপিত প্রথম হাই স্কুল । শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার জন্যে ১৮৭৩ সালে সিলেট একটি নর্মাল স্কুল স্থাপিত হয় । কিন্তু কয়েক বছর চলার পর স্কুলটি উঠে যায় । ( **সৌজন্যে ;- অধ্যাপক মো আব্দুল আজিজ , তার লেখা মুরারিচাঁদ কলেজের ইতিকথা বই থেকে ।প্রথম প্রকাশ ১৯৯২ সাল )
পতাকা উথ্থোলন অনুষ্টান
১৩০ বছরের পূর্তি অনুষ্ঠানের একটি অংশ ।
ব্যাজ পরে আমি পিছনের লাইনে বসে ছিলাম;-
১৯৫১ সালে এই মঙ্গল চন্ডী নিশিকান্ত হাই স্কুল থেকে অধ্যাপক ও এমিরিটাস প্রফেসর মোঃ: আব্দুল আজিজ মেট্রিক পাশ করেন । আর একই পরিবারের পরের জেনারেশন এর আমি ১৯৬৪সালে এস এস, সি পাশ করি । আজ এই স্কুলের ১৩০বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে । সে অনুষ্ঠানে একমাত্র প্রবীণ জীবিত প্রাক্তন ছাত্র হিসেবে আয়োজকরা অধ্যাপক আব্দুল আজিজ কে প্রধান অতিথি মনোনিত করেন । প্রধান অতিথির ভাষণ শেষে অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী জনাব আব্দুল মান্নান তার হাতে ফুলের তোড়া উপহার হিসেবে তুলে দিচ্ছেন
** সিলেট শহরের বাহিরে যে সব স্কুল স্থাপিত হয়েছিল সিলেট শহরের পরে সে সময়ে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্রতচারী আন্দোলনের প্রবর্তক বাবু গুরু সদয় দত্তের পিতা বাবু রাধা কৃষ্ণ দত্ত চৌধুরী ১৮৫৭ সালে জকিগঞ্জের বীরশ্রী গ্রামে একটি স্কুল স্থাপন করেন । ১৮৮২ সালে স্কুলটি মধ্য ইংরেজী স্কুলে রূপান্তিত হয় । ১৮৭৮ সালে মৌলভী বাজারের রাজনগরে পোর্টিয়াস এম ,ই , স্কুল স্থাপিত হয় । ১৮৮৩ সালে হবিগঞ্জে একটি হাই স্কুল স্থাপিত হয় । একই সময়ে দেওয়ান হাসান রাজা সুনামগঞ্জে হাসান এম,ই ,স্থাপন করেন । ১৮৮৫ সালে তাজপুরে স্থানীয় জমিদার রাধিকা মোহন দাশগুপ্ত ও অন্যান্য গণ্যমাম্য লোকের সহায়তায় স্থাপিত হয় মঙ্গলচণ্ডী মধ্য ইংরেজী স্কুল । ১৮৮৬ সালে শ্রীশরৎ চন্দ্র চৌধুরীর চেষ্টায় বেগমপুরে স্থাপিত হয় শরৎ সুন্দরী স্কুল । ১৮৮৭ সালে সুনামগঞ্জে জুবিলী হাই স্কুল স্থাপিত হয় । ১৮৯৬ সালে শ্যামাচরণ দেবের চেষ্টায় বানিয়াচঙ্গে একটি হাই স্কুল স্থাপিত হয় । এ স্কুলটি ছিল সিলেটের পল্লী অঞ্চলে স্থাপিত প্রথম হাই স্কুল । শিক্ষকদের প্রশিক্ষণ দেয়ার জন্যে ১৮৭৩ সালে সিলেট একটি নর্মাল স্কুল স্থাপিত হয় । কিন্তু কয়েক বছর চলার পর স্কুলটি উঠে যায় । ( **সৌজন্যে ;- অধ্যাপক মো আব্দুল আজিজ , তার লেখা মুরারিচাঁদ কলেজের ইতিকথা বই থেকে ।প্রথম প্রকাশ ১৯৯২ সাল )
পতাকা উথ্থোলন অনুষ্টান
মঙ্গল চণ্ডী নিশিকান্ত হাইস্কুলের ১৩০ বছর পূর্তি উপলক্ষে ঐ স্কুলের প্রাক্তন ছাত্রকে প্রধান অতীতি করে বিরাট এক অনুষ্টানের কিছু ছবি ।
১৯৫১ সালে এই মঙ্গল চন্ডী নিশিকান্ত হাই স্কুল থেকে অধ্যাপক ও এমিরিটাস প্রফেসর মোঃ: আব্দুল আজিজ মেট্রিক পাশ করেন । আর একই পরিবারের পরের জেনারেশন এর আমি ১৯৬৪সালে এস এস, সি পাশ করি । আজ এই স্কুলের ১৩০বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে । সে অনুষ্ঠানে একমাত্র প্রবীণ জীবিত প্রাক্তন ছাত্র হিসেবে আয়োজকরা অধ্যাপক আব্দুল আজিজ...
See more১৯৫১ সালে এই মঙ্গল চন্ডী নিশিকান্ত হাই স্কুল থেকে অধ্যাপক ও এমিরিটাস প্রফেসর মোঃ: আব্দুল আজিজ মেট্রিক পাশ করেন । আর একই পরিবারের পরের জেনারেশন এর আমি ১৯৬৪সালে এস এস, সি পাশ করি । আজ এই স্কুলের ১৩০বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে । সে অনুষ্ঠানে একমাত্র প্রবীণ জীবিত প্রাক্তন ছাত্র হিসেবে আয়োজকরা অধ্যাপক আব্দুল আজিজ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন