জমি ১০ কঠার উপযোগী একটি বাড়ি তৈরীর নকসা সৌজন্যে ;-Engr. Boshor Siddiqe



     

এই বাড়িটি দেড় থেকে ২ কোটি টাকাতেই বানানো সম্ভব !



 




বাড়িঘর নিয়ে অনেকেরই আগ্রহ , সাধ্য ও দুশ্চিন্তা কম নয়। যারা ভাবছেন , তাদের জন্য বর্ণা ইঞ্জিনিয়ারিং এর প্রস্তাবনা।
বর্ণা ইঞ্জিনিয়ারিং _________________________________
এই বাড়িটি দেড় থেকে ২ কোটি টাকাতেই বানানো সম্ভব !

প্রজেক্ট:- হাসান ভিলা
ঠিকানা:- সাভার, ঢাকা
আয়তন:- বাড়ির আয়তন ৩০০০ স্কয়ারফিট এবং মুল জমির পরিমান ১০ কাঠা
খরচ:- আনুমানিক ১.৫ থেকে ২ কোটি টাকা
অসাধারন এই বাড়িটি ডিজাইন করেছে বর্না ইঞ্জিনিয়ারিং এর ডিজাইন টিম । আমাদের কাছে বলা হয়েছিলো যে একটি ক্লাসিক্যাল বাড়ি করার জন্য বাড়িটি যাতে সুন্দর হয় এব্ং সকল ধরনের প্রয়োজনিয়তা পুরন হয়। আমাদেরকে বলা হয়েছে ভিক্টোরিান টাইপ ডিজাইনকে ফলো করার জন্য এছারা বাড়িটি যাতে যথেস্ট পরিমানে গ্রিন হয় সেদিকেও লক্ষ রাখতে বলা হয়েছিলো। আমরা বাড়িটিকে চেস্টা করেছি ঠিক সেভাবে করার জন্য যেভাবে ক্লায়েন্ট চেয়েছেন।
বাড়িটির ডিটেইলস
নিচতলাতে আছে:- 
১) দুইটি ড্রইং রুম সাথে একটি বাথরুম , একটি ড্রইং রুম ফুল হাইট মানে ২০ ফিট উচু ছাদ রয়েছে।
২) তিনটি বেডরুম প্রত্যেকটির সাথে এটাচ বাথরুম, দুইটির সাথে বারান্দা এবং প্রত্যেকটির সাথে ওয়ালকেবিনেট
৩) একটি সুবিশালডাইনিং রুম
৪) একটি কিচেন ব্লক ( ওয়েট কিচেন, ওপেন কিচেন, স্টোর, সার্ভেন্ট বেড, এবং সার্ভেন্ট বাথ)
৫) দুইটি গাড়ি রাখার মতন পার্কিং এবং গ্যারেজ
দ্বিতিয় তলাতে আছে:-
১) পাচটি বেডরুম, প্রত্যেকটির সাথে এটাচ বাথরুম, পাচটি বারান্দা, এবং ওয়াকিং ক্লজেট
২) একটি ডাইনিং কাম ফ্যামিলি লিভিং
৪) একটি রাউন্ড সিড়ি
ছাদে আলাদা ভাবে প্লান্টার বক্স করা হয়েছে। এগুলোতে গাছ লাগানো এবং বাগান করা যাবে। এছারা পুরো বাড়িটিকে বাউন্ডারি ওয়াল এর ডিজাইন সহ সাজানো হয়েছে।
বাড়িটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে কল করুন
Engr. Boshor Siddiqe, 01763851107, 01768096136

মন্তব্যসমূহ