ডাঃ
মাহাথির মোহাম্মদ এর ধর্মচিন্তা :
সূত্র:
এশিয়া ওয়ান অনলা
সুরা আল ফুরকানের ৬৮-৭০
'আর যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো প্রভুকে আহ্বান করে না, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ প্রাণকে যথার্থ কারণ ছাড়া হত্যা করে না এবং ব্যভিচার করে না (আল্লাহর প্রিয় বান্দা তারাই)। আর যারা এসব করে, তারা মহাপাপী। বিচার দিবসে তাদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেথায় তারা অপমানিত হয়ে চিরকাল অবস্থান করবে। কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে তারা এবং নেক আমল করে উক্ত আজাব থেকে পরিত্রাণ পাবে।'
'আর যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো প্রভুকে আহ্বান করে না, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ প্রাণকে যথার্থ কারণ ছাড়া হত্যা করে না এবং ব্যভিচার করে না (আল্লাহর প্রিয় বান্দা তারাই)। আর যারা এসব করে, তারা মহাপাপী। বিচার দিবসে তাদের শাস্তি দ্বিগুণ করা হবে এবং সেথায় তারা অপমানিত হয়ে চিরকাল অবস্থান করবে। কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে তারা এবং নেক আমল করে উক্ত আজাব থেকে পরিত্রাণ পাবে।'
বর্তমান যুগে ইসলামের
অপব্যাখ্যার কারণেই মুসলিম বিশ্বে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মনে করেন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডাঃ মাহাথির মোহাম্মদ। আর
এজন্য মুসলমানরাই দায়ী বলে তিনি মনে করেন ।
মাহাথির আরো বলেন বর্তমানে
মুসলমানরা পবিত্র কোরআনের ভুল ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। উদাহরণ
হিসেবে ইসলামী জঙ্গী গ্রুপ আইএসের নাম উল্লেখ করেন মাহাথির।
প্রকৃত ইসলামে আবার হাদিস ভিত্তিক আইনের প্রয়োজন নেই বলেও মত দেন মাহাথির। তিনি বলেন মুসলমানরা হাদিসের ওপর বেশি গুরুত্ব দিতে
গিয়ে কোরআনকে অবহেলা করছে এখন ।
মহাথির বলেন আইএসের মতো অনেক গ্রুপ এখন আল্লাহর নাম করে অপর মুসলমানকে
হত্যা করছে। অপর মুসলমানকে হত্যার আগে তারা ‘আল্লাহু আকবর’ অথবা আল্লাহ মহান বলে ধ্বনি তুলছে।
তিনি বলেন, ইসলামে হত্যা নিষিদ্ধ এবং কোরআনেও হত্যাকাণ্ড-কে
পুরোপুরি নিষেধ করা হয়েছে।
কিত্তু বর্তমান যুগে তাই ঘটছে। কারণ
পবিত্র কোরআন আমাদের যেভাবে ইসলাম চর্চা শেখায়। মুসলিমরা সেই চর্চা থেকে সরে গিয়ে ইসলামিক রাজনৈতিক চর্চা করা শুরু করেছে এখন ৷ আর এর কারণে বর্তমানে এই অবস্থার সৃষ্ট হয়েছে এবং ইসলামকে
ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে ৷
তিনি ইসলামের অতিতের গৌরবোজ্জ্বল দিনগুলোর কথা তুলে ধরে বলেন , মুসলমানরা এখন কোরআনের প্রকৃত শিক্ষা থেকে
দূরে সরে গেছে। তিনি বলেন , কোরআন মানুষকে যাবতীয় ভালকাজের শিক্ষা দেয়। কেউ যদি সেই ভাল কাজগুলো অনুসরণ করে তাহলে সে কোনভাবেই খারাপ পথে যেতে পারে না। আর হাজার বছর আগের মুসলমানরা এই পন্থা অনুসরণ করেই সফল হয়েছিলেন। তাই সেই
যুগে অনেক বড় বড় মুসলিম বিজ্ঞানী এবং গণিতবিদের জন্ম হয়েছিল । কিন্তু কেন সেই পর্যন্তই সীমাবদ্ধ এখনও কেন রয়ে তার কারণ ঐ একটিই ৷
এ সময় তিনি ফতোয়াকে
স্রেফ মতামত বলে আখ্যা দিয়ে বলেন, এসব ফতোয়া ইসলামী আইন সম্মত নয়।
মঙ্গলবার মালয়েশিয়ার পারদানা লিডারশিপ ফাউন্ডেশন ফোরামে ‘ইসলাম এবং ইসলামিকরণ’ বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন মহাথির মুহাম্মদ ।
মঙ্গলবার মালয়েশিয়ার পারদানা লিডারশিপ ফাউন্ডেশন ফোরামে ‘ইসলাম এবং ইসলামিকরণ’ বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন মহাথির মুহাম্মদ ।
( জনকণ্ঠের একটি প্রতিবেদনের আলোকে লেখাটি তৈরি করা হয়েছে )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন