একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে একটি কাল্পনিক রচিত রাম্য গল্প !



  সংবাদ  পত্রে  প্রকাশিত  একটি  সংবাদ ;
      
      অজ্ঞাতপরিচয় পাঁচ যুবক ২১ মে রাতে ওই তরুণীকে কুড়িল বিশ্বরোড এলাকার রাস্তা থেকে তুলে নিয়ে চলন্ত মাইক্রোবাসে গণধর্ষণ করেপরের দিন শুক্রবার ওই তরুণী অজ্ঞাত পাঁচজনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা করেন
থানার উপ-পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা সাংবাদিকদের বলেন, ওই তরুণী যমুনা ফিউচার পার্কের একটি শপিংমলে চাকরি করেনডিউটি শেষে বাসায় ফেরার জন্য বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কুড়িল বিশ্বরোড রাস্তায় বাসের জন্য অপেক্ষা করছিলেনএ সময় পাঁচ যুবক তার মুখ চেপে ধরে জোর করে মাইক্রোবাসে তুলে নেয়পরে তারা গাড়িতেই ওই তরুণীকে গণধর্ষণ করে রাত সাড়ে ১০টার দিকে উত্তরার জসীম উদদীন রোডের মাথায় ফেলে রেখে পালিয়ে যায়



2

মাইক্রোবাসে তুলে গারো তরুণীকে গণধর্ষণের সময়ে একই ধরনের আরও একটি ঘটনা ঘটে। ওই গাড়িতে থাকা এক ধর্ষকের ফোনালাপ থেকে এমন তথ্য মিলেছে।
বাইরের কারও সঙ্গে ফোনালাপের সময় ওই দুর্বৃত্ত ফোনে কাউকে বলেছিল, তোদের ‘মালের’ চেয়ে আমাদের ‘মাল’ ভাল। ধর্ষিতা তরুণীর ভাষ্য অনুযায়ী, ধর্ষকেরা অপর একটি গ্রুপের সঙ্গে কথা বলে যারা কোন মেয়েকে একই কায়দায় তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটায়।

নির্যাতিত গারো তরুণী তার স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সেই রাতের বীভৎসতার বর্ণনা দিয়েছেন। 


          


            
         আগে এ ধরনের অপরাধ করত একক ব্যক্তি; অনেকটা লোকচক্ষুর আড়ালে। এখন সংঘবদ্ধ হয়ে তারা অপরাধ করছে।

           এই  সংবাদের  প্রেক্ষাপটে 


           একটি  কাল্পনিক  গল্প  কাহিনি ;

     এদেশে    বর্তমানে  রেড  লাইট  স্থান বা  এলাকা  নামে  পরিচিত  এলাকাটি  বন্ধ  হয়ে  গেছে  ৷  তবে  এই  ব্যবসাটি  নানা  ভাবে  চলছে এখনও ৷  এর  একটির  নাম  এসকর্ট  সার্ভিস , কাষ্টমারের  চাহিদা  অনুযায়ী  যৌনকর্মী সরবরাহ  করাই  এই  প্রতিষ্ঠানের  মূল  লক্ষ্য  ৷  দিন  দিন  এই  প্রতিষ্ঠানের  প্রচার  ও  প্রসার  বেড়েই  চলেছে  ৷  নব্য  লুটেরা  ও  লুচ্ছা  ধনিরাই  এই  প্রতিষ্ঠানের  কাষ্টমার  ৷ তাই  এ  ক্ষেত্রে  মানি  ইজ  নো  মেটার  ৷  তবে  চাহিদা  অনুযায়ী  পূণ্য  সরবরাহ  করতে  হয়  ৷  কয়দিন  পূর্বে  একটি  এসকর্ট  সার্ভিসে  একটি  বিচিত্র  ধরনের   চাহিদার  অর্ডার  আসলো  ৷  পূণ্যটি  হতে  হবে  কলেজ  পড়ুয়া  এবং  এই  উপরের  সংবাদের আদীবাসী  জাতি  এবং  ভার্জিন  হতে  হবে   ৷কারণ এই  কাষ্টমার  বিভিন্ন  গোত্রের আইটেমের টেষ্ট  করে  বিচিত্র  অভিজ্ঞতা  অর্জন  করতে   চান  ৷ একগোয়ামী  তার  আর  ভাল  লাগছিল  না  ৷

                 কিত্তু  এই  ব্যবসায়  যারা  অভাবের  তাড়োনায়  কাজ  করতে  আসেন   তাদের  মধ্যের  কাউকেই  অর্ডার  দাতার  পছন্দ  হচ্ছিল  না  ৷  শেষ  পর্যন্ত  তাকে  কাউকে বা  নমুনা দেখিয়ে  দিতে  বলা  হলো  এসকর্ট  সার্ভিস  থেকে  ৷  তখন  সে  একজনকে  দেখিয়ে বললো  এ  বা  এর  মত কেউ  হলে  চলবে  ৷  কিত্তু  পরে  কথা  পরিবর্তন  করে অর্ডার  দিল  সেই  হতে  হবে যে  কোনো  মূল্যে  ৷

                এসকর্ট  সার্ভিস  কোনো  ভাবেই  তাকে  মেনেইজড  করতে  পারলো  না  ৷  কিত্তু  লাখ  টাকার  কাষ্টমার  তো  হাত  ছাড়া  করা  যায়     না  ৷  তাই  এই  ব্যবসায়ী  প্রতিষ্ঠানটির  নতুন  করে  একটি  মোবাইল  মাইক্রো     চালু  করতে  হলো  ৷  অবশ্য  এই  কাজে অধিক  লাভের  জন্যে   ৫  জনের  একটি  প্যাকেইজের  ব্যবস্থা  করে  এই  সার্ভিস  চালু   করতে  হলো  ৷  কাষ্টমারের  সংখ্যা  কম  হলে  এই  ব্যবস্থায়  নিরাপত্তা  দেয়ে  যায়  না  খরছ  ও  পোষায়  না  ৷তাই  একাদিক  ব্যক্তির  জন্যে  একটি  প্যাকেইজ    চালু  করা  হয়  ৷  প্রথমে  কয়েকটি  সার্ভিসে  অসুবিধা  হয়  নি   ৷  বিভিন্ন  উপায়ে  ম্যানেইজড  করা  গেছে  ৷

             কিত্তু  সার্ভিসটা  চালু করার  কয়েক  দিনের  মধ্যেই  এক  বেয়াড়া গারো মেয়ে   লজ্জার  ভয়  না  করে  থানায়  গিয়ে  কেইস  করে  দিল  ৷  আর  দেশের  মিডিয়া  একটি  নতুন  খবরের  সন্ধান  পেয়ে  হৈচৈ  আরম্ভ  করে  দিল  ! ( কাউকে  বিশেষ  করে  মা , বোনদের  কাউকে  আঘাত  করতে  এই  কাহিনি  তৈরি  করা  হয়  নি  ৷  তাই  লেখক  ক্ষমাপ্রার্থী  ৷ )

         ( Zi“Yx †mvgevi Zvi ¯^Rb‡`i AviI Rvwb‡q‡Qb, Avwg mvnm K‡iB cywj‡ki Kv‡Q wM‡qwQ| Iiv (al©Kiv) Avgv‡K cywjwk Sv‡gjv bv Ki‡ZI kvwm‡q‡Q| wKš‘ Avwg Zv‡`i AvBwb jovB‡qi gva¨‡g †`wL‡q w`‡Z PvB| Zi“Yxi fvl¨ Abyhvqx, Zvi G NUbvB †hb †kl NUbv nq| Avi †hb Ggb wePvi nq †h Zv bwRi ¯’vcb K‡i| Zi“Yxi GK bvix ¯^Rb †mvgevi weKv‡j Gme Z_¨ Rvbvb|)  সংবাদপত্রে  প্রকাশিত হয়েছে  এই  ব্যক্তব্যটি 

           তবে এ  দেশের  কিছু সংখ্যক    মানুষের  যে ব্যবসায়িক মানুষিকতা  সৃষ্টি  হয়েছে তাতে  এখনই  এটা  রোধ  করা  সম্ভব  না  হলে  ভবিষ্যতে  এই  কল্পকাহিনি  ও  একদিন   বাস্তবতার   রূপ  নিতে  যে  পারবে  না   , এ  দেশের ,   বর্তমান দেশের আইন শৃঙ্খলার  পরিস্তিতি  বিবেচনা  করে     তা  কী  কেউ  হলফ  করে  বলতে  পারেন ? 

মন্তব্যসমূহ