যুক্তিবাদ কী ?
যুক্তিবাদ আধুনিক
বিশ্বে এখন আর শুধু কোনো ঘটনার বিচার বিশ্লেষণের কিছু পদ্ধতিগত নিয়ম কানুন নয় ৷ বর্তমানে
যুক্তিবাদ একটি সামগ্রিক
জীবন দর্শন , (যেমন , কোনো একটি সিমেটিক ধর্মে , সে ধর্মকে মানুষের সামগ্রিক জীবন পদ্ধতি বলে বর্ণনা করা হয় সে ধর্মের অনুসারী বিশ্বাসীদের
কাছে ৷ ) একটি বিশ্ব-নিরীক্ষণ পদ্ধতি এবং একটি বিশ্বদৃষ্টিভঙ্গী ৷ যা বর্তমানে
পৌরাণিক এবং অবৈজ্ঞানিক ধর্মবিশ্বাসের স্থান দখল করেছে বলে সংশ্লিষ্টরা
এখন বিশ্বাস করেন ৷ এই যুক্তিবাদী বিশ্বাস
সারা বিশ্বে ছড়িয়ে দেয়া সম্ভব হলে পৃথিবীর
সব ধরণের অশান্তির সমাপ্তি
হবে ৷ তখন পৌরাণিক
এবং মিথোলজির উপর প্রতিষ্ঠিত অন্ধবিশ্বাস যা মানুষকে
এতদিন ধরে মিথ্যা
মারামারি ও হানাহনিতে
লিপ্ত হতে বাধ্য করছে তা দূরভিত হয়ে যাবে !!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন