তারুণ্যের প্রতি দেশ ও জাতির প্রত্যয় ?


                               তারুণ্যের   প্রতি   দেশ   ও   জাতির   প্রত্যয়  !!!

          গণতন্ত্র  ,  ন্যায়বিচার  ,  আইনের   শাসন  ,  স্বচ্ছতা  -  জবাবদিহিতা  ,  সততা  ,  নিরপেক্ষতা  ,  সাহস   এবং   সমাজের   সকলের   সমঅধিকার  ,   আর  এই   মূল্যবোধগুলোর   প্রতি   অঙ্গীকারবদ্ধ   থেকে  ,   জেন্ডার   সংবেদনশীলতা   এবং   লিঙ্গ  ,  জাতিসত্ত্বা   বা   অন্য   যে   কোনো   পরিচয়ের   ঊর্ধ্বে   থেকে   বাংলাদেশের   স্বাধীনতা  এবং   মুক্তিযুদ্ধের   চেতনা  ,   বিশেষ   করে  গণতন্ত্র  ,   সু-শাসন   ও   আইনের   শাসনের  প্রতি   অকুণ্ঠ   অনমনীয়   প্রত্যয়   গ্রহন   করে  ,  নারী  ,  যুবা  ,   প্রতিবন্ধী   সহ   সমাজের   সকলের   অধিকার   নিশ্চিত   কল্পে   এবং   মানবাধিকার   প্রতিষ্ঠার   লক্ষে   ,   সমাজ  থেকে   সকল   দারিদ্র   ও   দুর্নীতি   নিরসনে   এবং   মানুষের   শিক্ষা  ,  স্বাস্থ্যসেবা  সহ   সকল   মৌলিক   অধিকার   বাস্তবায়নের   লক্ষে   এবং   পরবর্তী   প্রজন্মের   ভবিষ্যৎ   চিন্তা  করে ,  আর   এই   সঙ্গে   নৈতিক   ও   মানবিক   মূল্যবোধের   প্রতি   বিশ্বস্থ্   থেকে   নতুন   করে   আবার   দেশ   গড়ার   কাজে   নিয়োজিত   হওয়ার  প্রত্যয়ই    বর্তমান   তারুণ্যের   কাছে   দেশের   দাবী  ,  সমাজের   দাবী  ,  গণতন্ত্রের   দাবী   ,  মানবাধিকার   প্রতিষ্ঠার   দাবী  এবং   দেশের   মানুষের   সাংবিধানিক   দাবী   ৷

          আর   অবশ্যই   তারণ্যকে    সঠিকভাবে   পরিচালিত   করতে   পারলে   ,  এই   দূর্জয়   তারুণ্যই    সমাজের   দূর্নীতি   রুখবে  ,   সমাজে   নৈতিকতা   ও   মানবিক   মূল্যবোধ   প্রতিষ্ঠা   করবে   ,  নারী   ও   পুরুষের   বৈষম্য   দূর   করবে  ,   আর   সমাজে   ন্যায়বিচার   ও   সু-শাসন   ও    আইনের   শাসন   প্রতিষ্ঠার   লক্ষ্যে  সবার   অগোচরেই    হয়তো   আবার   শাহবাগের   আন্দোলনের   মত   আর   একটি   আন্দোলন   গড়ে   তুলে   দেশ   ও   জাতির    আকাঙ্খা   বাস্তবায়নে  এগিয়ে   আসবে,  আর   তা   কী   শুধু   এখন   সময়ের   ব্যাপার   ?   নাকি   আমার   মত   কিছু   আশাবাদি   মানুষের   আশা   ?

মন্তব্যসমূহ