একটি শপথ গ্রহণের খছড়া}}}
বাঙলাদেশের মত একটি দূর্নীতিগ্রস্থ দেশের
রাজনীতিক , ছাত্র , চাকুরিজীবী , সংসদ
সদস্য এবং মিডিয়া
কর্মী , ও ব্যবসায়ী সহ সবাইকে
, যে
যার যার প্রফেশনে
প্রবেশের পূর্বে নিম্ন
লিখিত ভাষায় একটি
শপথ গ্রহন করা বাধ্যতামূলক করতে
পারলে কেমন হবে
? আর যদি তদন্তে কেউ এই শপথবিরোধী
কাজের সঙ্গে জড়িত পাওয়া যায় ,
তবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের
আইন প্রণয় করে তা কঠোর ভাবে প্রয়োগের
ব্যবস্থা রাখা যায়, তবে কী বর্তমান অবস্থার
পরিবর্তন হতে পারে
?
“ আমি
বাঙলাদেশের মহান মুক্তিযুদ্ধের উত্তরসূরী
হিসেবে
সশ্রদ্ধ চিত্তে
শপথ করছি যে ,
আমি আমার
প্রিয় মাতৃভূমির স্বাধীনতা
, সার্বভৌমত্ব ,
সংস্কৃতি ও মূল্যবোধের প্রতি
সর্বোচ্চ শ্রদ্ধা পোষণ
করব ৷
দেশের প্রতি
আমি আমার দায়িত্ব
ও কর্তব্য পালনে
যথাসাধ্য চেষ্টা করব
৷
আমি সবধরনের
দূর্নীতিকে ঘৃণা করব ৷
আর আমি সকল প্রকার দূর্নীতি থেকে নিজকে বিরত রাখতে
দৃঢ় প্রতিজ্ঞ
থাকব ৷
আমি শিক্ষা
ও পেশাগত জীবনের
প্রতিটি ক্ষেত্রে
যে কোনো অসদুপায়
অবলম্বন
থেকে বিরত
থেকে সততা দায়বদ্ধতার সাথে
দায়িত্ব পালন
করব ৷
আমি আইন ও মানবাধিকারের প্রতি
সম্পূর্ণ শ্রদ্ধাশীল থেকে
মানুষে মানুষে
বৈষম্য এবং শোষণ
প্রতিরোধে সথেষ্ট থাকব
৷
বাঙলাদেশে দূর্নীতিবিরোধী যে কোনো সামাজিক
ও রাজনৈতিক
আন্দোলনে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণে
সচেষ্ট থাকব ৷
এবং যে কোনো দূর্নীতিবিরোধী আন্দোলন
গড়ে তোলার লক্ষ্যের
সকল উদ্যোগে
আমি
সক্রিয়ভাবে অংশ গ্রহণে
বাধ্য থাকব ৷
আমি আন্তরিকতার
সাথে স্বেচ্ছায় এই শপথ গ্রহন করলাম
৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন