জিহাদ সম্পর্কে মউদুদির ব্যাখ্যা

জিহাদ শব্দের মওদুদি ব্যাখ্যা প্রসঙ্গে;-

জিহাদ শব্দের বাঙলা হচ্ছে, সংগ্রাম , প্রয়াস । তবে শব্দটি ধর্মের জন্যে সূচিত যুদ্ধের ক্ষেত্রেও বিষেশভাবে প্রযোগ করা হয়ে থাকে । পবিত্র কোরানে ব্যবহৃত শব্দটির প্রাথমিক অর্থ, যা ইসলামী সমাজ বা ব্যক্তি মুসলিমের অন্তর্গত বাজে অভ্যাস সংস্কারের অভ্যন্তরীণ প্রয়াস বোঝায় ।

পাকিস্তানি মৌলবাদী আদর্শবাদীদের প্রধান ব্যক্তিত্ব এবং বাংলা দেশী জামাতের ও প্রধান ব্যক্তিত্ব মওদুদি ,সব সেক্যুলারিস্ট নিয়মনীতি অগ্রাহ্য করে একটি ইসলামী মুক্তির থিওলজির প্রস্তাবনা রেখেছেন তার অনুসারিদের জন্যে । তিনি বলেছেন, ‘একমাত্র ঈশ্বরই যেহেতু সার্বভৌম, সুতরাং মানুষের কাছ থেকে নির্দেশ নিতে কেউই বাধ্য নয়’ । মওদুদি এক বিশ্বজনীন জিহাদের আহ্বান জানিয়েছেন, ঠিক পয়গম্বর যেমন করে জাহিলিয়াহ্র বিরুদ্বে লড়াই করেছিলেন । মওদুদি আরো উল্লেখ করেছেন যে ,জিহাদই ইসলামের মূলকথা (tenet) এটা তার এক নতুন উদ্ভাবন ছিল । এর আগে কেউ কখনও দাবী করেনি যে জিহাদ ইসলামের পাঁচটি স্তম্ভের সমতূল্য, কিন্তু মওদুদি মনে করেছেন যে বর্তমান জরুরি অবস্থায় এই উদ্ভাবন যুক্তিসঙ্গত । তার আরএক অনুসারী, যিনি সুন্নি বিশ্বে ইসলামী মৌলবাদের জন্মদাতা , মিসরের ব্রাদারহুদের সদস্য (মৃত্যু দন্ড প্রাপ্ত ) সায়ীদ কুতুব ও তাই মনে করতেন ।

মন্তব্যসমূহ