একাত্তরে তাজউদ্দীনকে মার্কিনীরা অপহরণের চেষ্টা করেছিল ; ভারতীয় সাংবাদিক মানস ঘোষ ( (সৌজন্যে দৈনিক জনকণ্ঠ )



    
 একাত্তরে তাজউদ্দীনকে মার্কিনীরা অপহরণের চেষ্টা করেছিল –

শনিবার রাজধানীর বাংলা একাডেমি মিলনায়তনে ১৯৭১ : গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধশীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের প্রথম দিনে বক্তারা এসব কথা বলেন। ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট এবং গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।
ভারতীয় সাংবাদিক মানস ঘোষ বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই স্বাধীনতাযুদ্ধের ইতিহাস নিয়ে অনেক বই প্রকাশ হয়েছে। মুক্তিযুদ্ধের দলিলপত্র নামে ১৫ খ-ের একটি বিশাল বইও প্রকাশ হয়েছে। তবে এর পরেও অনেক ইতিহাস বাকি রয়ে গেছে। তিনি বলেন, আজ আমি এমনই একটি ঘটনার কথা বলতে চাই, যেটা হয়ত কখনও কোন গ্রন্থে প্রকাশ হয়নি। -
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যখন বাংলাদেশে যুদ্ধ চলছিল, তখন নিক্সন ও কিসিঞ্জার বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে অপহরণের চেষ্টাও করেছিলেন। তাজউদ্দীন আহমদ কলকাতায় যে ভবনে থাকতেন তার ঠিক উল্টো দিকেই একটি হোটেলে মার্কিন গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্য অবস্থান নিয়ে তাজউদ্দীন আহমদর ওপর নজরদারি করতে থাকে। ওই সময় মার্কিন গোয়েন্দা সদস্যরা বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক যন্ত্রও বসিয়েছিল ওই হোটেলে। তিনি আরও বলেন, মার্কিনীদের পরিকল্পনা ছিল তাজউদ্দীন আহমদক ওই ভবন থেকে হেলিকপ্টারে উঠিয়ে সমুদ্রে থাকা সপ্তম নৌবহরে নিয়ে যাওয়া। তবে ভারতীয় বিএসএফ বাহিনী খবর পেয়ে অভিযান চালানোর আগেই মার্কিনী বাহিনী তাদের যন্ত্রগুলো রেখে পালিয়ে যায়।
(সৌজন্যে দৈনিক জনকণ্ঠ )

মন্তব্যসমূহ