Surjo Dighal Bari সূর্য দীঘল বাড়ী with bangla abs english short story ; free from -you tube ( STORY FROM WIKIPEDIA AS THIS GLOG IS NOT COMMERCIAL )




   

সূর্য দীঘল বাড়ী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সূর্য দীঘল বাড়ী
Surja Dighal Bari.jpg
ভিসিডি কভার
পরিচালকমসিহউদ্দিন শাকের
শেখ নিয়ামত আলী
প্রযোজকমসিহউদ্দিন শাকের (জনচিত্রায়ন)
রচয়িতাআবু ইসহাক (উপন্যাস)
অভিনেতাডলি আনোয়ার
রওশন জামিল
জহিরুল হক
আরিফুল হক
কেরামত মাওলা
এটিএম শামসুজ্জামান
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকআনোয়ার হোসেন
সম্পাদকসাইদুল আনাম টুটুল
পরিবেশকশাওন সাগর লিমিটেড
মুক্তি৩০ ডিসেম্বর, ১৯৭৯
দৈর্ঘ্য১৩২ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়২.৫ লাখ টাকা
সূর্য দীঘল বাড়ী ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[১] ছায়াছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী[২]। বিশিষ্ঠ গ্রন্থকার আবু ইসহাক এর ১৯৫৫ সালে প্রকাশিত কালজয়ী (উপন্যাসসূর্য দীঘল বাড়ী[৩] অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়। এটিই বাংলাদেশের প্রথম সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিতে প্রধান প্রধান চরিত্র গুলোতে অভিনয় করেছেন ডলি আনোয়ার, রওশন জামিল, জহিরুল হক, আরিফুল হক, কেরামত মাওলা, এ টি এম শামসুজ্জামান।[৪]

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

বাংলা ১৯৫০ সনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অবিভুক্ত ভারতের বাংলায় ব্যাবসাসীদের কারসাজিতে 'পঞ্চাশের আকাল' নামে যে দুর্ভিক্ষ হয়েছিল তটে বহু লক্ষ দরিদ্র মানুষ প্রাণ হারায়। যারা কোনমতে শহরের লঙ্গরখানায় পাত পেতে বাঁচতে পেরেছিল তাদেরই একজন একালের সময় স্বামী পরিত্যক্ত জয়গুন। সঙ্গে তার মৃত প্রথম স্বামীর ঘরের ছেলে ও দ্বিতীয় স্বামীর গোরের মেয়ে। আরো আছে মৃত ভাইয়ের স্ত্রী-পুত্র। তারা গ্রামে ফিরে এসে এমন এক খন্ড জমিতে ঘর তৈরী করে যেটির অপয়া ভিতে বলে পরিচিতি ছিল। জীবনের যুদ্ধে যখন সে প্রানপন লড়ছে তখর তর প্রতি গায়ের মরলের দৃষ্টি পড়ে। দ্বিতীয় স্বামীও তাকে আবার ঘরে তুলতে চায়। সে কারো প্রস্তাবেই সে দেয় না। কিন্তু এ দুজনের সাক্ষাত ঘটে এবং মরল তার প্রতিযোগীকে হত্যা করে। ঘটনার একমাত্র দর্শক হিসেবে জয়্গুনকেও মূল্য দিতে হয় অন্যভাবে।
--এই কাহিনীর বিচিত্রতার মধ্যে মূল বিষয় একটিই; তা হচ্ছে কুসংস্কার, সম্পদ, ধর্ম, প্রতিপত্তি, সামাজিক বাধা-নিষেধ, এমনকি জাতীয়তাবোধ- এ সব কিছুকেই কাজে লাগিয়ে শ্রমজীবি ক্ষুধর্তো মানুষকে ক্রমাগত শোষণ।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

সংগীত[সম্পাদনা]

সূর্য দীঘল বাড়ী ছবিটির সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী

গানের তালিকা[সম্পাদনা]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

আন্তর্জাতিক সম্মাননা[সম্পাদনা]

সূর্য দীঘল বাড়ী ছবিটি ১৯৮০ সালের ম্যানহেইম চলচ্চিত্র উৎসবজার্মানিতে অংশগ্রহণ করে এবং তিনটি বিভাগে পুরস্কার লাভ করে।
  • বিজয়ী ফিল্ম ডুকাট্ পুরস্কার
  • বিজয়ী ক্যাথটিক জুরি পুরস্কার
  • বিজয়ী এভান্গেলিক্যাল জুরি পুরস্কার
সূর্য দীঘল বাড়ী ছবিটি ফিগুএরা দা ফোজ চলচ্চিত্র উত্সব (১৯৮০), পর্তুগাল এ একটি বিভাগে পুরস্কার লাভ করে।
  • বিজয়ী ডন কিজোট পুরস্কার[৫]

জাতীয় চলচ্চিত্র পুরস্কার[সম্পাদনা]

সূর্য দীঘল বাড়ী ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র ও পরিচালক সহ মোট আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[১]
  • বিজয়ী: শ্রেষ্ঠ চলচ্চিত্র - মসিহউদ্দিন শাকের (প্রযোজক)
  • বিজয়ী: শ্রেষ্ঠ পরিচালক - শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের[২]
  • বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেত্রী - ডলি আনোয়ার
  • বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রনাট্য - শেখ নিয়ামত আলী ও মসিহউদ্দিন শাকের
  • বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - আনোয়ার হোসেন
  • বিজয়ী: শ্রেষ্ঠ সম্পাদনা - সাইদুল আনাম টুটুল
  • বিজয়ী: শ্রেষ্ঠ শিশুশিল্পী - ইলোরা গহর ও সজিব
  • বিজয়ী: শ্রেষ্ঠ শিশুশিল্পী (বিশেষ শাখায়) - লেনিন

বাচসাস পুরস্কার[সম্পাদনা]

সূর্য দীঘল বাড়ী ছবিটি ১৯৭৯ সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক পুরস্কার-এর মোট ছয়টি বিভাগে পুরস্কার লাভ করে।

Surja Dighal Bari

From Wikipedia, the free encyclopedia
Surja Dighal Bari
সূর্য দীঘল বাড়ী
Directed bySheikh Niamat Ali, Masihuddin Shaker
Produced byMasihuddin Shaker
Screenplay byShaikh Niyamat Ali, Masihuddin Shaker
Based onSurja Dighal Bari
by Abu Ishaque
StarringDolly Anwar
Edited bySaidul Anam Tutul
Release date
  • 30 December 1979
CountryBangladesh
LanguageBangla
Surja Dighal Bari is a 1979 Bangladeshi feature film directed and produced by Sheikh Niamat Ali and Masihuddin Shaker.[1] The screenplay was based on Abu Ishaque's 1955 novel of the same title.[2] It was the first film made from the Government of Bangladesh grant.[3] The film was first released in a theater in Natore.[1]
The film won Bangladesh National Film Award in 7 categories including Best Film, Best Director, Best Screenplay and Best Actress.[4] It also won five international awards, including Mannheim Film Festival and Portugal Film Society.[5]

Cast[edit]

Awards[edit]

Bangladesh National Film Awards



মন্তব্যসমূহ