মৃত্যুর ৬০ দিনের মধ্যে মৃতদেহে কী কী হয়?



      

মৃত্যুর ৬০ দিনের মধ্যে মৃতদেহে কী কী হয়? জানেন কি?

  (সৌজন্য;-এবেলা অন লাইন পেপার , পশ্চিমবঙ্গ )



  সাধারণত মৃত্যুর ৬ ঘণ্টা পরেই ডেথ সার্টিফিকেট দেওয়া হয়। 

এরপরই করা হয় মৃতদেহের শেষকৃত্য। যে সব মৃতদেহকে সমাধিস্থ করা হয় সেক্ষেত্রে তারা কীভাবে পঞ্চভূতে বিলীন হয় তা হয়তো অনেকেই জানেন না।

What changes take place in a human body after death


কী হয় মৃতদেহের?


মৃত্যুর ৩ দিনের মধ্যে শুরু হয় মৃতদেহের ‘অটোলিসিস’ প্রক্রিয়া। 

এই প্রক্রিয়া মৃতদেহে একধরনের ব্যাক্টেরিয়া তৈরি হয়। যা আস্তে আস্তে মৃতদেহকে একেবারে গলিয়ে দিতে শুরু করে। এতে সবার প্রথমে আঙুলের নখগুলি ঝরে পড়তে শুরু করে।


এরপর চামড়াগুলো কালো হতে শুরু করে এবং মৃতদেহ থেকে এক ধরনের গ্যাস বের হতে থাকে। গন্ধও বের হতে শুরু করে।  


৪ দিনের মাথায় মৃতদেহের পড়তে শুরু করে মাথার চুল। 


৫ দিনের মাথায় মস্তিষ্ক গলতে শুরু করে। 


ষষ্ঠদিনের দিন পাকস্থলি এবং গোপানাঙ্গের সঙ্গে জুড়ে থাকা অঙ্গগুলো গলে গিয়ে  মৃতদেহের মুখ দিয়ে বেরিয়ে আসে।


৬০ দিনের মাথায় মৃতদেহের মাংস হাড় থেকে আলাদা হতে শুরু করে। এবং খসে পড়া মাংসে একধরনের অ্যাসিড তৈরি হয় যা ওই মাংসগুলিকে গলিয়ে দেয়। এরপর পড়ে থাকে কঙ্কাল।

 কিন্তু, সেটাও পরিবেশের সঙ্গে এক প্রাকৃতিক কেমিক্যাল রিয়্যাকশনে আস্তে গলে যায়। তবে, কঙ্কাল পুরোপুরি মাটির সঙ্গে মিশে যেতে বহু বছর সময় লাগে।

মন্তব্যসমূহ