ইতিহাস ও সংস্কৃতি হচ্ছে কোনো জাতি বা রাষ্ট্রের বাস্তবতার বিজ্ঞান :
পণ্ডিত ব্যক্তিরা বলেন যে, ইতিহাস হচ্ছে বাস্তবতার
বিজ্ঞান । এই বাস্তব বিজ্ঞান সরাসরি মানুষের
ওপর এবং রাষ্ট্র ও মানব সভ্যতার ওপর প্রতিক্রিয়া বিস্তার করে
থাকে । যা মানুষকে এবং তার চেতনাকে গভীরভাবে সরাসরি নাড়া দেয় । তখন মানুষ সমাজকে বাধ্য করে , সমাজের প্রচলিত চেতনার দিকে তাকে মনোনিবেশ করতে সূযোগ সৃষ্টি করে দিতে এবং তখন সমাজ ও এই কাজের পরিবেশ সৃষ্টির সহায়ক ভূমিকা পালন করে থাকে ।
এটাই একমাত্র
বিজ্ঞান যা মানুষকে সঠিক পথে
চলাফেরা করতে বাধ্য করে মানুষের সমগ্র উপলব্ধি ও জাগতিক বোধকে সঙ্গে নিয়ে। তাই ইতিহাসের ছত্রছায়ায় সমাজের
মানুষ শুধু অতীতকেই বুঝে না ৷ মানুষ তখন সাধারণভাবে সব ঘটনার দিকে ফিরে তাকতে বাধ্য হয় ৷ এই জন্যেই ইতিহাস মানুষের সমাজ ও সভ্যতার বর্তমানকেও ইতিহাসের অন্তর্ভুক্ত করে নেয় ।
আর মানুষ ও তার সময়কার কৃষ্টি ও সংস্কৃতি হচ্ছে- মানুষ সমাজের সে সময়ের ইতিহাস, সাহিত্য, ভূগোল সহ সব সামাজিক উপাদান সম্বন্ধে সচেতন হয়ে উঠা । সংস্কৃতি থেকে জন্মনেয়া বা সংস্কৃতি থেকে উত্থিত ধর্মবোধ কিংবা ধর্মীবিশ্বাসের সংস্কৃতি হচ্ছে আধুনিকতার বিষয়ের সঙ্গে সংঘাত সৃষ্টির পটভূমির ক্ষেত্র তৈরি করা ৷
আধুনিতা বা উত্তর-আধুনিকতা
যেমন একটা সমাজের বা রাষ্ট্রের জন্যে শেষ কথা হতে পারে না ৷ তেমনি রাষ্ট্রক্ষমতা
বা যে কোনো সভ্য সমাজের দিক থেকে হউক বা যুক্তির
দিক থেকে হউক না কেন তা নির্দিষ্ট মানুষের ধর্মবোধ বা ধর্মবোধের
একটি নির্দৃষ্ট বিশ্বাস কোনো জাতির মানুষ ও তার রাষ্ট্রের ওপর চাপিয়ে দেয়া যায় না
৷ তাই একটি সমাজের বা রাষ্ট্রের ওপর একটি
নির্দষ্ট ধর্মবোধ চাপিয়ে দেয়াকে কখনই সে সমাজের ইতিহাস ও
সংস্কৃতি মেনে নেয় না , মেনে নিতে পারে না
৷
এটা একটা সাময়িক ব্যবস্থা হতে পারে যা একসময়ে অনেক জান-মাল ধ্বংসের পর সঠিক
ইতিহাস ও সংস্কৃতির পূনঃস্থাপনের মধ্যে দিয়ে এই ব্যবস্থার সমাপ্তি বা মৃত্যু ঘটে ৷
এটাই ইতিহাসের পূর্বনির্ধারিত একমাত্র পথ ৷ যারা এর ব্যতিক্রমের দিকে অগ্রসর হয় তারা সে জাতি বা রাষ্ট্রের ধ্বংস ডেকে আনু শুধু ৷ মধ্যপ্রাচ্যের দেড়হাজার বছর পূর্বের এবং বর্তমান ইতিহাস এর বাস্তব প্রমাণ নয় কী ! ধর্মবিশ্বাস মধ্যপ্রাচ্যের ইতিহাস ও তাদের পূর্বের সংস্কৃতি ব্যহত করে ঠিকে থাকতে ব্যর্থ হয়েছে ৷ তাই কিছুদিন পরপর শাসকদেরকে ধর্মিবশ্বাসের পুরাতন ধারা পরিবর্তন করে নতুন ধারা সংযোজনে সদা সথেষ্ট থাকতে হয় ৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন