বাংলা ভাষার জন্মের কথা ;
গবেষক ও লেখক হেমচন্দ্র
সহ অন্যান্য অনেক সংস্কৃত পণ্ডিগণ
মনে করতেন বাংলাভাষার জন্ম হয়েছে সরাসরি সংস্কৃতি
ভাষা থেকে ৷ কিত্তু গবেষক ও ইতিহাসবিদ স্যার জর্জ গ্রিয়ারসন
, পণ্ডিত সুনীতিকুমার চট্রোপাধ্যায় সহ অন্যান্য গবেষক ও ভাষাবিদ মনে করেন যে , বাংলাভাষার সৃষ্টি
হয়েছে মাগধী প্রাকৃতি
থেকে , তবে তা হয়েছে শুধু মাগধী অপভ্রংশের মাধ্যমে ৷ কিত্তু ভাষাবিদ
ও পণ্ডিত মুহাম্মদ
শহীদুল্লাহ্ এবং কাজী দীন মুহাম্মদ
সহ বেশকিছু গবেষক ও ভাষাবিদ অনেকটা
একমত হয়ে সহমত পোষণ
করে বলেছেন যে , বাংলাভাষার উদ্ভব হয়েছে গৌড়ী প্রাকৃতি থেকে এবং গৌড় অপভ্রংশের মাধ্যমে ৷ (সূত্র; আবহমান ১ম বর্ষ ৩য় সংখ্যা , পৃ. ১০৪ )
যুক্তি হিসেবে
তারা বলেছেন , সংস্কৃতের মত একটি
প্রচণ্ডভাবে গতিহীন একটি ভাষা ,
যা থেকে ধ্বনিতাত্ত্বিক , রূপতাত্ত্বিক বা পদক্রমের কোনোরকম পরিবর্তন
আনা সম্ভব ছিল না
৷ তাই সংস্কৃতভাষা থেকে কোনোভাবেই বাংলাভাষার উদ্ভব হওয়া প্রায় অসম্ভব বলে তারা যুক্তি
দেখিয়েছেন ৷
তবে এ কথা তারা বলেছেন যে , বাংলাভাষার সঙ্গে সংস্কৃতভাষার একটা দুরের সম্পর্ক রয়েছে ৷ যাকে তারা এ ভাবে প্রকাশ
তবে এ কথা তারা বলেছেন যে , বাংলাভাষার সঙ্গে সংস্কৃতভাষার একটা দুরের সম্পর্ক রয়েছে ৷ যাকে তারা এ ভাবে প্রকাশ
করেছেন ৷ যেমন –
প্রাচীন ভারতীয়
আর্য : সংস্কৃত ( অপরিবর্তনীয় )ও আদিম
প্রাকৃত ৷
|
প্রাচীন প্রাকৃত
|
প্রাকৃত অপভ্রংশ
|
বাংলা
অর্থাৎ
অপরিবর্তিত সংস্কৃতি এবং আদিম প্রাকৃত
থেকে সৃষ্টি হয়েছে প্রাচীন
প্রাকৃতভাষার আর এর থেকে জন্ম নিয়েছে প্রাকৃতিভাষার
অপভ্রংশ ৷ অনেক ভাষাবিদের মতে প্রাকৃতভাষার অপভ্রংশ
থেকেও বাংলাভাষার উদ্ভব হওয়া সম্ভব ৷ তবে
এটাকে বাংলাভাষার সঙ্গে সংস্কৃতভাষার
একটি দুরের সম্পর্ক বলেই ভাষাগবেষকগণ মনে করেন
৷
(সূত্র; শওকত হোসেন এবং মঈন চৌধুরী )
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন