বাংলাদেশের রাজনীতির
২০ বছর আগের অতীত কথা :
রাজনীতিতে সময়ের
সঙ্গে সঙ্গে পূর্বের
অনেক ঘটনা চাপা
পড়ে যায় ৷ আর
নতুন সংঘটিত ঘটনা প্রবাহ
জনসম্মূখে চলে আসে
৷ যাকে দার্শনিকেরা
বলেন Short of Public Memory ৷
― Steve Martin
Steve Martin > Quotes > Quotable Quote
“The public has a short memory. That's why all these big stars do these crazy, terrible things and two years later they're back in the biz, you know. 'Cause the public has a short memory. Let me give you a little test, okay? This is my thesis -- the public has a short memory and, like-- How many people remember, a couple of years ago, when the Earth blew up? How many people? See? So few people remember. And you would think that something like that, people would remember. But NOOO! You don't remember that? The Earth blew up and was completely destroyed? And we escaped to this planet on the giant Space Ark? Where have you people been? And the government decided not to tell the stupider people 'cause they thought that it might affect-- [dawning realization, looks around] Ohhhh! Okay! Uh, let's move on!”0)
― Steve Martin
বর্তমানে
বাতিল হওয়া তত্ত্বাবধায়ক
সরকার ব্যবস্থায় সেনাবাহিনীকে
রাষ্ট্রপতির অধীনে রাখা
হয়েছিল ৷ এই
সুযোগটিই গ্রহণ করেছিল
১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক
সরকারের পূর্বের ক্ষমতাশীন
সরকার ৷
ঐ
সরকারের নির্দেশেই নাকি
তাদের আমলের এবং
তাদের পার্টির মনোনিত
রাষ্ট্রপতি যে পদাধিকার
বলে তত্ত্বাবধায়ক সরকারের
ও রাষ্ট্রপতি ছিলেন ৷ সেই রাষ্ট্রপতি আব্দুর
রহমান বিশ্বাস তাদের
পার্টির অনুকূলে দেশে
একটি সামরিক অভ্যুথ্থান
ঘটানোর চেষ্টা করেছিলেন
৷
দেশ প্রেমিক
কিছু সেনাসদস্য এবং
তখনকার প্রধান উপদেষ্টা
বিচারপতি হাবিবুর রহমানের
সময়উপোযোগী সিন্ধান্তে এবং
হস্তক্ষেপে এই সঙ্কট
থেকে দেশটির উদ্দার
পাওয়া সম্ভব হয়েছিলো
৷ সেসময় সেই
সামরিক অভ্যুথ্থান ঘটানো
সম্ভব এবং সফল
হলে হয়তো বাংলাদেশের
ইতিহাস এতদিনে সম্পূর্ণ
বদলে ফেলা হত !
ষড়যন্ত্রকারীরা থেমে
থাকেনি ৷ এরা আবার
অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা
দখলের চেষ্টা করেছিলো
দশম সংসদ নির্বাচনকে
কেন্দ্র করে ৷ ক্ষমতায় ঠিকে
থাকতে ১ কোটি
২৩ লাখ নকল ভোটার সহ প্রধান
বিরোধীদলকে বাদ দিয়ে একতরপা
একটি নির্বাচন সম্পূর্ণ
করে ফেলা হয়েছিল ৷
নির্বাচন
কমিশন সূত্রে জানা
যায় সেই দশম
নির্বাচনে ১৫৩ জন
সংসদ সদস্য বিনা
প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে
৷ তখন নাকি
১৫টি সংসদীয় এলাকায়
কোনো প্রার্থী বা কেন্ডিডেটও
ছিল না ৷
তাই গত
৫ই জানুয়ারীর প্রধান বিরোধী
দলকে ছাড়া একতরপা একটি নির্বাচন সম্পূর্ণ করা বাংলাদেশের
ইতিহাসে নতুন সংযোজন
নয় ৷ ১৯৯৬ সালে
বিএনপি নামক দলটিই
এর সূত্রপাত করে
ছিল ৷ তখনকার বিরোধীদল
আওয়ামী লীগের জনসমর্থনের
ভিত্তি মজবুত ছিলো
৷ তাই তাদের আন্দোলনের
ফলে বিএনপি দশম
সংসদ নির্বাচন এক
পর্যায়ে বাতিল করে
নতুনভাবে আরো একটি
নির্বাচন দিতে বাধ্য
হতে হয়েছিল ৷
বর্তমানে
বিএনপির বা ঐ জোটের তেমন
জনসমর্থন আছে বলে
দৃশ্যমান হচ্ছে না ৷
তাই বর্তমান ক্ষমতাশীন
সরকার ৫ জানুয়ারীর
নির্বাচনকে অবৈধ মনে
করছে না বা
মধ্যবর্তিকালিন আর একটি
নির্বাচনে এগিয়েও আসছেনা
৷ আর বিএনপি
জোটের এই সহিংস এবং একটানা আন্দোলন
ও জনগণের কাছে
অগ্রহণযোগ্য হয়ে পড়ছে
দিন দিন ৷ ক্ষমতাশীনরা
এই সুযোগটিই কাজে লাগাচ্ছে
৷
এটাই
সত্য রাজনীতিতে , যেই
রাষ্ট্রক্ষমতায় থাকে সে তার পুরো
মেয়াদকাল বা তারও
অধিক সময় ক্ষমতায়
ঠিকে থাকতে সবধরণের
সব চেষ্টাই করে
থাকে ৷
একমাত্র
জনগণই পারে সে
দলকে ক্ষমতা থেকে
সরাতে ৷ এ ক্ষেত্রে
অন্য কোনো ষড়যন্ত্র
সফল হওয়ার নজির
খুবই কম ৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন