ক্রিসটোপার কলম্বাসের (Cristoper Colombus ) এর আমেরিকা আবিষ্কারের কাহিনী :




            “  Religion  is  an  insult  to  human  dignity  ,  with  or  without  it  you  would  have  good  people  doing  good   things  and  evil   people  doing  evil  things  .  But  for  good   people  to  do  evil  things  ,  that  takes  religion  ”    ; (Scientist Steven  Weinberg .  In  a  speech  given  in  Washington  DC, on April  1999 ) 

         
               আজ   থেকে   ৫২২   বছর   পূর্বে   ধর্মের   নামে   প্রকৃতির   স্বাভাবিক   ক্রিয়াকে  (  Phenomena  of Nature  )  ধর্মের   নামে      ব্যবহারের   মাধ্যমে   সুফল   অর্জন   করতে   পেরেছিলেন     আমেরিকার  মূল   ভূখণ্ডের    আবিস্কারক   ক্রিসটোপার   কলম্বাস  ( Cristoper  Colombus )   তিনি   একজন  Explorer   এবং   দক্ষ  Navigatar   ছিলেন   ৷   তিনি   প্রকৃতিক   একটি  ক্রিয়া   যাকে   আমরা   সূর্য   গ্রহন   বলি  ,   তাকে   ধর্মের    এবং   দেবতার   নামে   সফল   ব্যবহার   করে   আমেরিকার      পেনিনসোলার   আদিবাসিদের   কাছ   থেকে   বিনা   শ্রমে   এবং   বিনা   মূল্যে    খাবার   ও   পানীয়   সংগ্রহ   করতে   পেরেছিলেন   ৷ 

               ইটালিতে   জন্ম   গ্রহনকারী   ক্রিসটোপার   কলম্বাস  ( ১৪৫১ - ১৫০৬  )  তাঁর   ৩য়    সমুদ্রযাত্রা    স্পেন   থেকে   আরম্ভ   করেন,    ১৪৯২   সালে   ৷   জুলাই / ১৪৯২ --তিনি  ত্রনিদাদ   থেকে   গাল্ফ  অফ   পেরিয়া   অতিক্রম   করে   ভেনেজুয়েলা  হয়ে   আমেরিকার   দক্ষিণ- পূর্ব  অংশের  পেনিনসূলা  উপকুলে   পৌছাতে  সক্ষম   হয়েছিলেন  ৷

               কিন্তু   এই   সময়ে   তার  জাহাজ  বহরে  থাকা   খাদ্য   ও   পানীয়ের   মজুত   শেষ   হয়ে   যায়   ৷  তখন   তিনি   উপকুলের   ভূখণ্ডে   নেমে   খাদ্য   ও   পানীয়   সংগ্রহের   চেষ্টা   করতে   চাইলে   স্থানীয়   আদিবাসীরা   তাদরকে   বাধা   প্রধান   করে   ৷  কলম্বাস   ঐ  উপকুলে   পৌছেই   আকাশে   কিছু   নির্দিষ্ট   তারার  অবস্থান   দেখে   ,  পৃথিবীর   আকার   নিয়ে   তার   পূর্বের  ধারণার   পরিবর্তন  ঘটেগিয়েছিলো  ,  তিনি   তখন   হিশেব  করে   বুঝতে   পারেন   যে   ঐ  দিনেরই   পরের   অংশে   ঐ   স্থানে    পূর্ণ  সূর্যগ্রহন   হবে  , এবং    ঐ   স্থানে  তা   দৃশ্যমান ও  হবে   ৷  তৎক্ষণাৎ  তিনি    বুদ্ধি   করে   আদিবাসীদের   বললেন  ,
          ‘  আমরা   হলাম   দেবতার   জাতি ,  যদি   তোমরা   আমাদের   খাবার   ও   পানীয়ের   ব্যবস্থা   করে  ,  আমাদেরকে   বিনা   মূল্যে তা  সরবরাহ   না   করো  ,   তবে   আমরা   দেবতার   কাছে   প্রর্থনা   করে   আজকেই   কিছুক্ষণের   মধ্যেই ,     তোমাদের   দিনের   আলো   নিবিয়ে   দিয়ে   ,  তোমাদের   দিন  ও  রাত্রিকে   এক  করে   দিয়ে ,   তোমাদেরকে   অন্ধকারে   নিমজ্জিত করবো   ৷   প্রথমে   স্থানীয়রা   তা   বিশ্বাস   না   করে   তার   কথার   কোনো   পাত্তাই   দেই   নাই   ৷   কিন্তু   কিছুক্ষণ   পরে   সূর্যগ্রহনের   মাত্র  বাড়তে   থাকলে   এবং   দিনের   আলো   নিবে   যেতে  আরম্ভ   করলে    ,  তখন   তারা    এ   কথা    বিশ্বাস   করে   এবং  কলম্বাসের   কথা   সঠিক   ভেবে   তাদেরকে   বিনা   মূল্যে   খাদ্য   ও   পানিয়   ছাড়াও   তাদের   প্রয়োজনীয়   সকল   কাজ   করে   দেয়ার   প্রতিশ্রুতি   দেয়   এবং   যতদিন   তারা   এ   স্থানে   অবস্থান   করেছিলেন    তাদের   আর   কোনো   অসুবিধা   হয়  নি  ৷

           নিশ্চয়   আমাদের    আদিম   বংশধরদেরকে  ও   এই   রকম   কোনো  কোনো  প্রকৃতিক   ক্রিয়াকলাপকে   দেবতা   এবং   ধর্মের   নামে   ব্যবহার   করে   কিছু   চালাক   ও   বুদ্ধিমান   মানুষ   অনেক   সুযোগ   সুবিধা   আদায়   করে   নিয়েছে  এবং    বর্তমানে   ও    নিচ্ছে ৷     যতদিন  মানুষেরা  বৈজ্ঞানিক  এবং  যুক্তিবাদী  ধ্যান  ধারণা  গ্রহণ  না  করতে  পারবে  ততদিন  সাধারণ  মানুষকে  কিছু  চতুর  মানুষ  তাদের  স্বার্থে   প্রাকৃতিক  ক্রিয়াকলাপকে  ক্ষেত্রবিশেষে  ধর্মবিশ্বাসের  আওতায়  নিয়ে  এসে  ধর্মের  নামে  ব্যবহার  করবে এবং  তাদের  নিজেদের  স্বার্থ  আদায়  করবে ,  যেমন  অতীতে  করেছে  ৷

  

মন্তব্যসমূহ