একজন খাঁটি বাঙালী কাকে বলা যায় ?



     নতুন  প্রজন্মের    ১৮  বছরের  এক  কিশোর  সে  দিন  আমাকে  একজন  খাঁটি  বাঙালী  এবং  বর্তমানে  বাংলাদেশে  অবস্থানরত  একজন  সুশীল    বুদ্ধিজিবী  হিশেবে  পরিচিত  ব্যক্তির  মধ্যে  পার্থক্য  কি  ? জিজ্ঞাসা  করে  ছিলো    আমি  সঙ্গে  সঙ্গে  তাকে  তার  প্রশ্নের    উত্তর  দিতে  পারি    পরে  চিন্তা  করে  নিচের  কথাগুলো  তাকে  বলেছি   

               আমার  ব্যক্তিগত  অভিমত  হচ্ছে - একজন  পূর্ণাঙ্গ  সভ্য  ও  খাঁটি  বাঙালী  হতে  হলে  তার  মধ্যে  যে  গুণগুলো  বিকাশিত  হতে  হবে  তা  হচ্ছে -          (১ )  তার  মধ্যে  একটা  মুক্তিযুদ্ধের  চেতনা  সহ  দেশজ  বাংঙালিত্বের  ধারা  বিদ্যমান  থাকতে  হবে  ৷

 (২ ) তার  মধ্যে  অবশ্যই  আধুনিক  ইউরোপীয়  উদারনৈতিক  ও  বিজ্ঞান  ভিত্তিক  যুক্তিবাদী  এবং  মানবতাবাদী  একটা  ধারা  সহ  একটা  ধর্মনিরপেক্ষ  দৃষ্টিভঙ্গি  থাকতে  হবে  ৷

 (৩ )  আর  ক্ষেত্রবিশেষে  তার  মধ্যে  একটি  ব্যক্তিগত  ধর্মীয়  বিশ্বাসের  ধারাও  বিদ্যমান  থাকলে  ,  আমি  পুরাতন  প্রজন্মের  মানুষ  হিশেবে  আপত্তির  কিছু  দেখি  না   , যদি  না  এ  বিশ্বাস  অন্যের  যে  কোনো  ধরনের  ক্ষতির  কারণ  না  হয়ে  দাঁড়ায়  ৷  আর  তার  মধ্যে  সমাজের  প্রতি  একটা  Fraternity  বা  ভ্রাতৃত্ববোধ  থাকাও  জরুরী  ৷ 

                যার  মধ্যে  উল্লেখিত  গুণাবলী  ধারনের  ক্ষমতা  থাকবে , তাকে  অবশ্যই  অন্ধবিশ্বাস  মুক্ত ,  গোঁড়ালিপনা   বিবর্জিত  যুক্তিবাদী  ও  মানবতাবাদী  একজন  খাঁটি  বাঙালী  হিশেবে  অবিহিত  করা  যেতে  পারে  ৷ 

                আর  উপরে   উল্লেখিত  গুণাবলীর  ঘাটতি  যাদের  মধ্যে  পরিলক্ষিত  হবে  ,  এবং  যদি  তিনি  টিভি  টোকশো  সহ  সমাজে  সব  ধরনের  কার্যক্রমে  অংশ  গ্রহন  করেন   তার  নিজস্বার্থ  রক্ষীত  হবে  , এমন  মতোবাদ  সমাজে  এবং  অন্যের  ওপরে  ও  প্রতিষ্ঠার  প্রয়াস  পান এবং  অতীতে  যারা  অন্যায়  ও  দুর্নীতির  সঙ্গে  সরাসরি  জড়িত  ছিলেন  বলে  সমাজে মধ্যে  একটা  ধারনা  প্রতিষ্ঠিত  হয়েছে , তাদের  স্বার্থে  যারা  কথা  বলেন  এবং  যারা  এখন  পর্যন্ত  স্বাধীন  বাংলাদেশের  অস্থিত্বই  স্বীকার  করতে  চায়  না  , সে  ব্যাপারে  নীরব  থেকে  শুধু দেশে ন্যায়বিচার  ও  গণতন্ত্র    রক্ষার  কথা   ইত্যাদি বলা সহ  নানাভাবে  তা  দেশে  ও  বিদেশে  প্রচারের  ব্যবস্থা  করতেছেন ,   বর্তমান  বাংলাদেশে  তাদেরকেই  বুদ্ধিজীবী  হিশেবে  অবিহিত  করা  যায়  ?  তবে  ইহা  আমার  ব্যক্তিগত  অভিমত  ৷










মন্তব্যসমূহ