সামাজিক অচলায়তন
আমাদের সামাজিক বিকাশ , অচলায়তনে পরিণত হওয়া প্রসঙ্গে;
একজন বহুদর্শী ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল ,
আমাদের সমাজটা কেমন ?
কী তার বৈশিষ্ট্য, কেমন তার চরিত্র ?
কতটা সে মানবিক ?
তাঁর জবাবটা গ্রহনযোগ্য মনে হওয়ায়, এখানে প্রকাশ ক’রা হলো:
তাঁর জবাবটা গ্রহনযোগ্য মনে হওয়ায়, এখানে প্রকাশ ক’রা হলো:
আমাদের বর্তমান সমাজটা মানব কল্যাণমুখী নয় ।জীবনের সুস্থ বিকাশের পথ দেখাতে সে অপারগ। প্রতারণার কলাকৌশলে তার সর্বাঙ্গ সুসজ্জিত। দমনমুলক কানুনের নিগড়ে সে শৃঙ্খলিত। তার যাবতীয় বিধিব্যবস্থা মানুষের কল্যাণবিমুখ। সর্বহিতকর ব্যবস্থা এখানে স্থবির।
সমাজের গরিষ্ঠ সংখ্যক মানুষের জন্য ভরসা জোগায় না। মানবিক বোধ বুদ্ধি বিবেক এখানেঅনুপস্থিত। মানবতা এখানে লান্ঞ্ছিত হয়। মানবিক চেতনা পরিচর্যা পায় না, হয়না বিকশিত। বরং প্রবলভাবে নৈতিকতাহীনতার চর্চা হয়। অকল্যাণ উপাদানগুলো বিস্তারলাভ করে।
মানবীয় সুকুমার বৃত্তি কোণঠাসা হয়ে বিপর্যস্ত হয়। অশিক্ষা, কুশিক্ষা, মূর্খতা, মূড়তা,অন্ধকার মানুষকে বিপজ্জনকভাবে গ্রাস করে আছে। জ্ঞান ও সত্যানুসন্ধানের দ্বার অর্গল আঁটা। অধিকাংশ মানুষ প্রশ্নহীন, জিঞ্জাসাবিমুখ।প্রজন্ম পরস্পরায় পাওয়া মূল্যবোধ নিয়েই সন্ত্তষ্ট । একেই চুড়ান্ত ধন- জ্ঞান ভেবে চিন্তার ক্ষেত্র সীমাবদ্ধ রাখে। একটি সমাজের অধিকাংশ মানুষ যদি চিন্তায় স্থবির হয়, হয় জিজ্ঞাসাবিমুখ, তাহলে নিশ্চিত -ঐ সমাজের সামগ্রিক বিকাশ রুদ্ধ হয়ে সমাজকে অচলায়তনে পরিণত করে ।
বর্তমানের বাঙলাদেশের সামগ্রিক সামাজিক কী তাই নয় ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন