New Age
Religion বিশ্বাসের কিছু তথ্য
সহ গোড়ার কথা :
( ২য় পর্ব
)
New Age
Religion হচ্ছে একটি বিশ্বাস যা সাধারণত প্রচলিত
বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন দর্শনের
মিলিত (বা
syncretism ) রূপের একটি সংমিশ্রিত
আইডিয়া মাত্র ৷ তাই নিউ এইজ রিলিজিয়নকে
কোনো ভাবেই প্রচলিত
অন্যান্য ধর্মের মত একে একটা ধর্ম হিশেবে
অবহিত করা যায় না ৷
খ্রিষ্টের জন্মের
ও প্রায় ৩ / ৪ শত বছর পূর্বে খ্রিষ্ট-পূর্ব
৩২৫ সালের দিকে নিউ এইজ রিলিজিয়ন বিশ্বাসের
অস্থিত্য ছিলো বলে ইতিহাস থেকে জানা যায় ৷ তবে এই বিশ্বাস তখনকার
পশ্চিমা সমাজে তেমন বিশ্বাসযোগ্যতা অর্জন করতে না পেরে
, হাঁটি হাঁটি পা পা করে এগোতেছিলো
৷ এই সময়টা পশ্চিমা বিশ্বে
Alexander The Great এর সময়কাল ছিলো ৷ আলেকজান্ডার
দি গ্রেট তাঁর শাসনকালে , তাঁর সাম্রাজ্যে
জ্ঞান বিজ্ঞান এবং ধর্মীয় বিশ্বাসের
ক্ষেত্রে , প্রাচ্যে ( Eastern
Regions ) থেকে জ্ঞান আরোহণের সুযোগ তৈরি করে দেন
তাঁর দেশের জনগণের ৷ ফলে প্রাচ্যের ধর্ম ও দর্শনের
আকর্ষণীয় ( Mysticism ) দিকগুলো
পশ্চিমে রপ্তানি শুরু হয়ে যায় এবং তারা তা গ্রহন করতে আরম্ভ করেন ৷
এবং অনুরূপভাবে প্রাচ্যে ও পশ্চিম থেকে , পশ্চিমের বিশেষ করে গৃক দর্শনের
( Greek philosophy ) বিভিন্ন
দিক সহ যুক্তিবাদ ইত্যাদি , প্রাচ্যে ও গ্রহন আরম্ভ হয়ে যায় পশ্চিম
থেকে ৷ অর্থাৎ
তখন থেকেই পূর্ব ও পশ্চিমের
কৃষ্টি ও সাংস্কৃতি
সহ বিভিন্ন বিশ্বাস
ও দর্শনের আদান প্রদান শুরু হয়েছিলো বলে জানা যায় ৷
এই
পর্যায়ের কিছুকাল পরে পশ্চিমা জগতে খ্রিষ্ট-
ধর্মের আবির্ভাব হয় এবং এর প্রভাব দিন দিন বাড়তে থাকলে
, নিউ এইজ রিলিজিয়ন
বিশ্বাসের প্রচার এবং এর বিস্তারে
বিঘ্ন ঘটে , বলতে গেলে প্রায় বন্ধই (
snuffed out ) হয়ে যায়
। কিন্তু এর কিছু দিন পরে আবার ঐ বিশ্বাসীরা প্রতিকুল
পরিবেশে ও তাদের ধ্যান
, ধারণার প্রচার ও প্রসার চালু করতে , কিছুটা
হলে ও সমর্থ হয়ে উঠে ৷
New Age
Religion বিশ্বাসীদের ধর্মবিশ্বাস
বিশ্লেষণে দেখা যায়
যে , এই বিশ্বাসীরা
তখনকার, এমনকি বর্তমান
সমাজে প্রচলিত ও বিভিন্ন ধর্মবিশ্বাস
, ধ্যান , ধারণা সহ যুক্তিবাদ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এবং ধর্মনিরপেক্ষতা সম্পূর্ণরূপে পরিহার
করে , শুধু তাদের নিজেদের
মধ্যে গড়ে একটা অবৈজ্ঞানিক ধ্যান ,
ধারণা ও বিশ্বাসকে
( mysticism ) তাদের ধর্ম বিশ্বাস হিশেবে
প্রতিষ্ঠিত করতে চেয়েছে
, অনেকটা আবেগ তাড়িত হয়েই ৷ ( New age
religion no
more than anything
is emotional ,
feeling in a valid left
by a secular culture and discontent with traditional
religions beliefs )
প্রচলিত
বর্তমান অন্যান্য ধর্মের
মত তাদের কোনো পবিত্র ধর্মগ্রন্থ
(Holi text ) বা কোনো কেন্দ্রীয়
নিয়ন্ত্রণ ব্যবস্থা
ও নেই ৷ কারো প্রতি বিশ্বাস স্থাপন
করে তাকে অনুস্বরণ
করা বা বিশেষ কোনো Dogma , Crist , ইত্যাদি , অথবা অন্য কিছু প্রাচীন
বিশ্বাস অনুসারে , প্রকৃতির
অনুশীলন করার কোনো বিধান
ও তাদের বিশ্বাসে নেই ৷ ইহা অনেকটা
ভূতপূর্ব Gnosticism
এর মত , যা মূলত: পদ্ধতিগত ভাবে এবং ব্যক্তি
পর্যায়ে উদ্ভাবিত কিছু অবৈজ্ঞানিক তথ্য ও
কিছু অবিকাশিত বিশ্বাস
এবং কিছু অবাস্তব
ও অপবৈজ্ঞানিক বিশ্বাসের
সমষ্টি ৷ তাই এসব ব্যাপারে
সংশ্লিষ্ট বিশ্লেষকরা
একে বিভিন্ন দর্শন , বিশ্বাস এবং আইডিয়ার একটা চলতি মিশ্রণ
বলে সংঙ্ঘায়িত করে থাকেন ৷ ( তাদের ভাষায় -- This
is a part
of continuing process
of Syncretisism . )
NEW AGE RELIGION বিশবাসীরা নিজেরাই
নিজেদের মধ্যে গড়ে ওঠা কিছু বিশ্বাসের মাধ্যমে
অর্জিত একটা পদ্ধতি গ্রহণ করে , এর কার্যক্রম পরিচালনা
করে থাকেন ৷ তারা স্বাধীন ও আধ্যাতিক (
spiritual ) বিশ্বাসের একটা নিজস্ব এলাকা তৈরি করেন নিজেদের মধ্যে
, এবং নিজেদের
মতো করে তারা একে অন্যের
সঙ্গে মতবিনিময় করে থাকেন ৷ সভা
, সমিতি , বা কেন্দ্রিয়ভাবে
সেমিনার , সিমপোজিয়াম ইত্যাদির মাধ্যমে
তাদের ধ্যান , ধারণা ও অর্জিত বিশ্বাস
প্রচারের ব্যবস্থা করেন, এবং নিজেরাই
তাদের নিজেদের কর্ম পদ্ধতি প্রস্তুত
করে , সবকিছুর দ্বায়িত্ব
নিজেরাই পালন করে থাকেন ৷ তাদের মতে ইহাই তাদের মুক্ত স্বাধীন
আধ্যাতিক বা spiritual
বিশ্বাসের স্থান ৷ বাঙলাদেশের বাউলদের
চিন্তা ভাবনা ও কার্যক্রমের সঙ্গে এর কিছুটা
আংশিক মিল আছে বলে অনেকে মনে করে থাকেন ৷
নিউ
এইজ রিলিজিয়ন বিশ্বাসীদের
তাই কোনো Holi Text
, central organization , membership , Formal
Clergy , Geographic
centar , Dogma , Creed
ইত্যাদির কোনো অস্থিত্য
নেই ৷
New age Religion বিশ্বাসীদের
অস্থিত্য ইউরোপ ও আমেরিকার কিছু বড় শহরে বিদ্যমান ছিলো ,
বর্তমানে ও আছে বলে জানা যায় ৷ তবে তা শুধু কিছু ব্যক্তিগত
শিক্ষাপ্রতিষ্ঠান বা কিছু গ্রুপের মধ্যেই
সীমাবদ্ধ , পূর্বে ও ছিলো আর বর্তমানে
ও তাই আছে ৷ কিন্তু
ইহা একটা Heterogenious
আন্দোলোন হলেও তা বর্তমানে কিছু ব্যক্তি বিশেষের
মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ায়
, সংশ্লিষ্ট বিশ্লেষকরা ইহাকে , বিভিন্ন
বিশ্বাস ও আদর্শের
একটা কাটপিস বলে মনে করে থাকেন ৷
ইংলেন্ডে ১৯৬০ সাল থেকে নিউ এইজ রিলিজিয়ন বিশ্বাসীরা
নতুন ভাবে
প্রতিষ্ঠিত হতে দেখা গেছে ৷ প্রথমে
তারা ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে কাজ আরম্ভ করেছিলো ৷ কিন্তু ক্রমেই
এর গতি বৃদ্ধি
পেয়ে দ্রত বিস্তার
লাভ করতে থাকে ৷
আর
আমেরিকাতে Association of
research & Enlight eminent
ইত্যাদির মাধ্যমে সভা , সেমিনার করে তাদের বিশ্বাসের
প্রচার ও প্রসার
বৃদ্ধি করতে সমর্থ হয় ৷ আর ১৯৭১ সালের দিকে অভিনেত্রি Shirley
Muchain তাদের কর্ণধার
ছিলেন বলে জানা যায় ৷ তিনি
তাঁর তখনকার জনপ্রিয়তা
কাজে লাগিয়ে এই বিশ্বাসকে প্রতিষ্ঠার
চেষ্টা করেন বলে ও জানা যায় ৷
তবে
১৯৭০ সাল থেকে নিউ এইজ রিলিজিয়ন বিশ্বাসীরা
খ্রিষ্টানিটি , ধর্মনিরপেক্ষ মতবাদ
এবং মানবতাবাদ , আধ্যাতিক
বিশ্বাস সহ তাদের পূর্বের অনেক জানা অজেনা বিশ্বাস থেকে সরে এসে , সম্পূর্ণরূপে
নতুন বিশ্বাস - Astrology ,
Channeling , Hinduism , Gonostic tradition , New – Paganism , spiritualism , Theosophy & Wicca ইত্যাদি
গ্রুপে এককভাবে
এবং ক্ষেত্র বিশেষে সমষ্টিগতভাবে
রূপান্তরিত হয়ে গিয়েছিলো
বলে ও জানা যায় ৷ কিন্তু
১৯৮০ থেকে ৯০ এর দশকে new age religion বিশ্বাসীরা
আবার প্রতিকুলের মধ্যে পড়ে যায় ৷ কারণ তাদের Uneritical
বিশ্বাসের বাস্তবতা বৈজ্ঞানিকভাবে
অসাড় , অবাস্তব এবং অসত্য রূপে প্রমানিত হয়ে যায় সংশ্লিষ্টদের
কাছে , বিভিন্ন পরীক্ষা
নিরীক্ষা এবং বিশ্লেষণেরর
মাধ্যমে ৷
কিন্তু
পরবর্তিকালে আমেরিকাতে তাদের
movement এর গতি হঠাৎ করে বৃদ্ধি পায় , এবং
তাদের এই বিশ্বাস
নতুন ভাবে চাঙ্গা
হয়ে ওঠে ৷ তখন এই বিশ্বাসীরা আবার ভাবতে আরম্ভ করে যে , যুক্তিগত ভাবে এবং বৈজ্ঞানিকভাবেই তাদের এই বিশ্বাস
ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠিত হয়ে এর ব্যাপকতা ক্রমান্নয়ে সমাজে বৃদ্ধি পাবে ৷ তাই তারা ব্যক্তিগত ভাবে
, অনেকস্থানে সমষ্টিগত
ভাবে , গড়ে তুলেছে
personal groth cluster , metaphysical bookstore ,
spiritual teacher এবং ব্যক্তিনিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠন সমূহ , যাকে
পশ্চিমে এই ভাবে প্রকাশ করা হয় যে , ইহা অনেকটা Heterogenious
movement of individual ; most graft , some new age belief
on to regular religious
affiliation .
কিছুদিন পূর্বে
নিউ এইজ রিলিজিয়ন
বিশ্বাসের অন্তভূক্ত গ্রুপগুলোর
মধ্যে আমেরিকাতে একটা সার্ভে করা হয় ৷ ঐ সার্ভে
অনুসারে প্রাপ্ত
বয়ষ্করা
(Adults ) এখনও ঐ বিশ্বাস কিছুটা
হলে ও ধরে রেখেছেন ৷ যেমন
; -
১
, Astrology সহ এই ধরনের ভবিষ্যৎ গণনাকে
, মানুষের ভবিষ্যৎ
গণনারর একটা পদ্ধতি
বলে প্রায় ৮ % সার্ভে
ভুক্তরা বিশ্বাস করেন ৷
২ ,
প্রকৃতিক উপায়ে ( Crystal practice )
মানুষ তার প্রয়োজনীয়
নিজস্ব শক্তি অর্জনে সক্ষম ,
এই রকম বিশ্বাসীর
সংখ্যা প্রায় ৭ % ৷
৩ ,
Tarot Card / Life
Astrology ইত্যাদিতে উল্লেখিত
পন্থা অবলম্ভন করে চলতে বিশ্বাস করেন প্রায় ৯ % অংশগ্রহণকারীরা ৷
৪ ,
১ থেকে ৪ % আংশগ্রহণকারীরা যে কোনো প্রচলিত
ধারার বাইরে গিয়ে
Non Traditional Concept দ্ধারা
ঈশ্বরে বিশ্বাস করেন বলে জানিয়েছেন বলে উল্লেখিত সার্ভে
থেকে জানা যায় ৷
৫ ,
আবার ১১ % অংশগ্রহণকারীরা স্রষ্টা
বা ঈশ্বরকে উন্নততর অবচেতন
মূলক সাধনার দ্ধারা উপলব্ধি করা সম্ভব বলে বিশ্বাস করেন ৷
( God is
a state of
higher Consciousness that
a person may reach
)
৬ ,
আর ৪ % বিশ্বাসীরা মনে করেন স্রষ্টাকে
ব্যক্তিগত উপলব্ধি , বা বিশেষ মানবীয়
গুণাগুণ অর্জনের মাধ্যমে
প্রকাশ করা সম্ভব ৷ ( GOD As
Total Realization Of
Personal , Human Potential )
৭ ,
আর সার্ভেতে অংশগ্রহণকারী
আলোচিতদের সর্বশেষ ৩ %
new age religion বিশ্বাসীরা বিশ্বাস
করেন যে , তারা নিজেরাই
ঈশ্বর / স্রষ্টা বা
GOD ৷ ( 3 % BELIEVE
THAT EACH PERSON
IS GOD )
উপরে
উল্লেখিত গ্রুপ সার্ভের
হিসাব মতে নিউ এইজ রিলিজিয়ন
বিশ্বাসীদের মধ্যে অনেক রকম বিশ্বাসী
গ্রুপের অস্থিত্ব বিদ্যমান আছে বুঝা যায় ৷
তবে
এই সার্ভের সংশ্লিষ্টদের
বিশ্লেষণে দেখা যায় যে , সবচেয়ে
বেশি যে গ্রুপ তারা পশ্চিমা সমাজের প্রচলিত
কৃষ্টি , যেমন ,
খ্রিষ্টমাস , ইসটার
, সাধারণ খ্রিষ্টানিটি
, কনভেনশন্যল খ্রিষ্টানিটি
, নিউ এইজ বিশ্বাসী গ্রুপ
, বাইবেল বিশ্বাসী
গ্রুপ , এমনকি নাস্তিক
, এগনোসষ্টিক গ্রুপের ও অন্তর্ভূক্ত
৷ অন্যদিকে প্রায় ২০
% নিউ
এইজ বিশ্বাসীরা এসেছেন
ইহুদি বা অন্যান্য
একই পর্যায়ের ধর্ম বিশ্বাস থেকে ৷
১৯৯১
সালে কানাডায় এক সার্ভের ফলাফল থেকে জানা যায়
, বৃহত্তর জনগুষ্টির মাত্র (0 . OO5 % ) একটা অংশ মনে করেন , যে তারা
New Age Religiom বিশ্বাসে বিশ্বাসী ৷ তবে এদের কোনো প্রভাব
বাকি জনগুষ্টির উপর পড়ে নাই ৷ আবার অনেকে একই সঙ্গে নিজদের
খ্রিষ্টানিটি বা অন্যধর্মে
বিশ্বাসী হয়েও তারা আবার নিজকে
New Age Realision Cnocept এর সঙ্গে জড়িত বলে বিশ্বাস
করেন এবং প্রচার করে থাকেন ৷
৷
বর্তমানে তাদের আশা , তারা নিজেরই
তাদের নিজেদের মধ্যে এমন এক শক্তির বিকাশ ঘটাতে সক্ষম হবেন
, যার
মাধ্যমে তারা এক বিশেষ Psychic
Power অর্জনের মাধ্যমে
মহাজাগতিক কার্যক্রম সংক্রান্ত
সকল তথ্য ও PHENOMENA বুঝতে পারবেন অন্য কোনো মাধ্যম
বা অন্য কারো সহায়তা ছাড়াই
! তাদের বিশ্বাস ! এভাবেই তারা অনেকেই
যখন এ
ধরনের যোগ্যতা অর্জনে
সক্ষম হবেন , তখন তাদের মধ্যে এক Major
Spiritual , physical , psychological , and
cultural planet wide Transformation শক্তি অর্জিত হয়ে , তাদের নিজেদের
মধ্যে প্রবাহিত হবে
, তখন ঐ সব বিশ্বাসী
সদস্যরাই স্রষ্টার সমান ক্ষমতার অংশীদার হয়ে যাবে ইত্যাদি , আর এভাবেই
তাদের ধারন করা ক্ষমতা ও শক্তির সাহায্যে
তারা যে যেখানে
থাকবে সেই স্থানই
প্রচলিত বিভিন্ন
ধর্মের পবিত্র স্থানের
মত সে স্থান ও এক পবিত্র স্থানে
রূপান্তরিত হয়ে যাবে ৷
যখন
সবই স্রষ্টা বা ঈশ্বরে
রূপান্তরিত হয়ে যাবেন ,
তখন একমাত্র বাস্তবতা
হবে , একই ধারাতে
একই চিন্তা ও চেতনায় সবাই একপন্থী
হয়ে
যাবে , তখন অন্যান্য প্রচলিত
ধর্মবিশ্বাস হয়ে যাবে এই নিউ এইজ রিলিজিয়ন
বিশ্বাসেরই একটা অংশ ! আর এক পর্যায়ে
তাদের এই নতুন বিশ্বাস সার্বজনিন
আকারে রূপান্তরিত হয়ে বর্তমান প্রচলিত
সব ধর্মই তাদের নতুন এই ধর্মে পরিনত হয়ে যাবে ৷
তাদের
বিশ্বাস , Anticipate New
Universe Religions which contain
element of all current
faith will evolve and became
generally accepted Worldwise
. অর্থাৎ বর্তমান
সকল ধর্মবিশ্বাসীরা তাদের এই নতুন মন্ত্রে
দীক্ষায়িত হয়ে একই ধর্ম বিশ্বাসে
পরিবর্তিত হয়ে যাবে একসময়ে
৷
তখন
নতুন এক বিশ্বসংস্থার
জন্ম হবে, আর নতুন এক ধারণার প্রবর্তন
হবে , যার মাধ্যমে
সমস্ত বিশ্ব একই সরকারি পরিচালনায়
রূপান্তরিত হয়ে যাওয়ার
পর সকল যুদ্ধ-বিদ্রোহ , রোগশোক ,
পরিবেশ দুষণ এবং দারিদ্রতা ইত্যাদি দুরভিত
হয়ে গিয়ে লিঙ্গ বোধ এর বৈষম্যতা
, জাতিগত বৈষম্য
এবং ধর্মগত বিশ্বাসের
পার্থক্য ইত্যাদি বিলীন
( will cease ) হয়ে যাবে , এবং বর্তমান
সব দেশ ও জাতিগুষ্টি পরিস্থাপিত
হবে এক সমগ্র বিশ্ব জাতিতে
, তখন একই বিশ্বাসের
একই ধারণার একই শাসনাধীন
মহাবিশ্বের প্রতিষ্ঠা সম্ভব হয়ে যাবে, তাদের প্রতিষ্ঠিত বিশ্বাস
ও New Age
Religion এর মাধ্যমে ৷
Dr. Carl- Raschke , professor of Religion
studies at Universitiy of Devver
, New Age Religion বিশ্বাসীদের কার্যক্রমের
এবং চিন্তা ও চেতণার ব্যাপারে
তার এক বিশ্লেষণে
এক মন্তব্য করতে গিয়ে বলেছেন
যে , New age Religion practices
as the Spiritual version
of AIDS , কারণ , তাঁর মতে এই বিশ্বাস এবং ধরণা মানুষের
Cope of function সম্পূর্ণরূপে ধ্বংস করে
দেয়, এবং
তাঁর
মতে ইহা রাজনীতিকভাবে
সমাজে Occultism এর প্রতিষ্ঠা করার একটা প্রয়াস
মাত্র ৷ যাকে তিনি বর্ণনা
করতে গিয়ে এই মন্তব্য করছেন যে
, It is a Breeding ground
for a new
American form of Fascism
.
(“ Dr. Carl Raschke,
professor of Religious Studies at the University of Denver describes New Age practices as the spiritual version of AIDS;
it destroys the ability of people to cope and function." He describes it
as "essentially, the marketing end of the political packaging of
occultism...a breeding ground for a new American form of fascism." )
সমাপ্ত ৷
References Used: ( FROM INTERNATE )
J. Naisbitt and P. Aburdene, Megatrends 2000", William Morrow and Company, New York, NY (1990)
George Barnia, "The Index of Leading Spiritual Indicators", Word Publishing, Dallas TX, (1996)
Richard Kyle, "The Religious Fringe", InterVarsity Press, Downers Grove, IL (1993), Page 285-298
J.Gordon Melton, "Whither the New Age?", Chapter 35 of T. Miller, "America's Alternative Religions", SUNY Press, Albany, NY (1995)
Ref. http://www.religioustolerance.org/
Why Calling Environmentalists "Pagans" is Wrong
Cultic Studies Journal Madame Blavatsky's Baboon
[ Article archive 1 ] [ Article archive 2 ] [ Article archive 3 ] [ Article archive 4 ]
[ Article archive 5 [ Homepage ] [ Guestb
J. Naisbitt and P. Aburdene, Megatrends 2000", William Morrow and Company, New York, NY (1990)
George Barnia, "The Index of Leading Spiritual Indicators", Word Publishing, Dallas TX, (1996)
Richard Kyle, "The Religious Fringe", InterVarsity Press, Downers Grove, IL (1993), Page 285-298
J.Gordon Melton, "Whither the New Age?", Chapter 35 of T. Miller, "America's Alternative Religions", SUNY Press, Albany, NY (1995)
Ref. http://www.religioustolerance.org/
Why Calling Environmentalists "Pagans" is Wrong
Cultic Studies Journal Madame Blavatsky's Baboon
[ Article archive 1 ] [ Article archive 2 ] [ Article archive 3 ] [ Article archive 4 ]
[ Article archive 5 [ Homepage ] [ Guestb
www.religioustolerance.org
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন